ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

বিকিনিতে ‘জলপরী’ আলিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২১ মার্চ ২০২১   আপডেট: ০৩:১৮, ২২ মার্চ ২০২১
বিকিনিতে ‘জলপরী’ আলিয়া

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয় গুণে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তার শরীরী সৌন্দর্যেও মুগ্ধ ভক্তরা।

শনিবার (২০ মার্চ) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। এতে পানির নিচে বিকিনি পরে অর্ধ উন্মুক্ত শরীরে সাঁতার কাটতে দেখা যাচ্ছে তাকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবচেয়ে ভালো দিন।’

আলিয়ার এই ছবি ভক্তদের নজর কেড়েছে। প্রিয় তারকার প্রশংসায় পঞ্চমুখ তারা। কেউ কেউ তাকে জলপরীর সঙ্গেও তুলনা করেছেন।

আরো পড়ুন:

এর আগে গত মাসে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন আলিয়া। সেখানকার সৈকতে তার বিকিনি পরা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন আলিয়া। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। দুটি ছবির একটিতে দেখা যায়, মাল্টি কালারের একটি বিকিনি পরে সমুদ্র তীরে বালি নিয়ে খেলছেন আলিয়া। অপর ছবিতে তাকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নীল সমুদ্র ও একজন মীন রাশির জাতক।’

আলিয়ার পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এই সিনেমা ছাড়াও সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এর মধ্যে প্রথমবারের মতো ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন আলিয়া।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়