আবার কেন ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং করছেন বুবলী?
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

শবনম বুবলী এ সময়ের আলোচিত চিত্রনায়িকা। তাড়াহুড়ো করে ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং শেষ করে আড়ালে চলে যান তিনি। কিন্তু বুবলী আবারো এ সিনেমার শুটিং করছেন বলে রাইজিংবিডিকে জানান সিনেমাটির পরিচালক সৈকত নাসির।
পুনরায় শুটিং করার কারণ ব্যাখ্যা করে পরিচালক সৈকত নাসির বলেন, ‘সিনেমাটির শুটিং আগেই শেষ করেছি। কিন্তু একদিনের শুটিংয়ের ফুটেজ নষ্ট হয়ে যাওয়ায় আবারো শুটিং করছি। পাশাপাশি প্যাচওয়ার্কের কাজ বাকি ছিল। এখন দুই দিন শুটিং করলে সব কাজ শেষ হবে।’
বুধবার (৩১ মার্চ) রাজধানীর বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। এতে অংশ নিয়েছেন শবনম বুবলী, নিরব হোসেনসহ অনেকে।
গত বছরের ফেব্রুয়ারিতে শোবিজ অঙ্গন থেকে ‘উধাও’ হন বুবলী। দীর্ঘ দিনের আড়াল ভেঙে চলতি বছরের শুরুতে দেখা দেন তিনি।
কিছুদিন আগে ‘চোখ’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন ববলী। এছাড়া ‘লিডার—আমিই বাংলাদেশ’ সিনেমার কাজ তার হাতে রয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন তিনি।
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত