ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হতাশ কারিনা কাপুর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ২৮ এপ্রিল ২০২১   আপডেট: ২০:১৩, ২৮ এপ্রিল ২০২১
হতাশ কারিনা কাপুর

জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ভারতে কোভিড পরিস্থিতি নিয়ে মানুষের উদাসীনতায় হতাশ তিনি।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘এটি আমার কাছে অকল্পনীয় যে, দেশের এমন ভয়াবহ পরিস্থিতি কিছু মানুষ এখনো বুঝতে পারছে না। এরপর যখন বাইরে বের হবেন, থুতনির নিচে মাস্ক পরে থাকবেন অথবা কোনো নিয়ম ভাঙবেন— দয়া করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কথা ভাববেন। তারা শারীরিক ও মানসিকভাবে প্রায় ভেঙে পড়েছেন। যারা এটি পড়ছেন তারা সবাই শৃঙ্খলা ভঙের জন্য দায়ি থাকবেন। অন্য সময়ের চেয়ে এখনই ইন্ডিয়ার আপনাকে বেশি প্রয়োজন।’

আরো পড়ুন:

এর আগে  অপর এক ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের কোভিড-১৯ টিকা নেওয়ার আহ্বান জানিয়ে কারিনা লেখেন, ‘রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। নিরাপদ থাকুন। টিকা নিন।’

কারিনার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি। এতে আমির খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়