ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খানদের দৌড়ে পেছনে থাকার কারণ জানালেন সাইফ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ২৪ মে ২০২১   আপডেট: ০৮:২৭, ২৫ মে ২০২১
খানদের দৌড়ে পেছনে থাকার কারণ জানালেন সাইফ

বলিউডে এখনো খানদের রাজত্ব চলছে। বিশেষ করে খানত্রয়ী হিসেবে পরিচিত শাহরুখ, সালমান ও আমির খানের সিনেমা মানেই বক্স অফিস হিট। এই খানদের জনপ্রিয়তার নিরিখে পেছনে রয়েছেন সাইফ আলী খান। কিন্তু কম জনপ্রিয়তার কারণে আখেরে তারই লাভ হয়েছে বলে দাবি করেছেন সাইফ আলী খান।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে দেওয়া সাক্ষাৎকারে সাইফ আলী খান বলেন—‘তুলনামূলক কম জনপ্রিয় হওয়ার কারণে নিজের মতো কাজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে পেরেছি। অভিনেতা হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করতে পেরেছি।’ তিন খানকে ‘সোলো সুপারস্টার’ হিসেবে দেখেন সাইফ আলী খান। তার ভাষায়—‘নিজেকে পরিপূর্ণ করতে ওদের কারো সাহায্যের দরকার নেই।’

আরো পড়ুন:

সাইফ আলী খান আরো বলেন, ‘শাহরুখ, সালমান এবং আমির অভিনেতা হওয়ার জন্যই জন্মেছেন। ছোট থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন তারা। যদিও সালমানের ব্যাপারে আমি খুব একটা নিশ্চিত নই। আমি সিনেমায় এমন এক সময়ে পা রাখি যখন হয় সুপারস্টার হতে হবে, নয়তো কিছুই না। আর তা ছাড়া যে সময় আমি কাজ শুরু করি, তখন চরিত্রের এত মিশেল ছিল না, যা এখন পাচ্ছি।’

১৯৯৩ সালে ‘পরম্পরা’ সিনেমার মাধ‌্যমে বলিউডে পা রাখেন সাইফ আলী খান। এর পর একের পর এক হিট সিনেমায় অভিনয় করেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ‌্য হলো—‘দিল চাহতা হ্যায়’, ‘হাম তুম’, ‘ওমকারা’ প্রভৃতি। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। এর মধ্যে হলো—‘আদিপুরুষ’, ‘ভূত পুলিশ’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়