ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সবচেয়ে কাঙ্ক্ষিত নারী রাশমিকা, পুরুষ যশ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ১ জুন ২০২১   আপডেট: ১৭:১৮, ১ জুন ২০২১
সবচেয়ে কাঙ্ক্ষিত নারী রাশমিকা, পুরুষ যশ

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। বেঙ্গালুরু টাইমসের জরিপে চলতি বছর ‘সবচেয়ে কাঙ্ক্ষিত নারী’র তকমা পেয়েছেন তিনি। অন্যদিকে, ‘সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ’ নির্বাচিত হয়েছেন কন্নড় অভিনেতা যশ।

কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে ২০১৬ সালে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন রাশমিকা। এরপর বেশ কয়েকটি তামিল, তেলেগু, সিনেমায় অভিনয় করেছেন। খুব শিগগির হিন্দি ভাষার সিনেমাতেও দেখা যাবে তাকে। গত বছর গুগলের জরিপে ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ নির্বাচিত হন এই অভিনেত্রী।

এদিকে কন্নড় অভিনেতা যশ ‘রকিং স্টার’ হিসেবে পরিচিত। এই তারকা অশোক কাশ্যপের ‘নন্দগোকুলা’ টিভি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ২০০৮ সালে ‘মোগিনা মানাসু’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। ‘গুগলি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস রামাচারি’, ‘মাস্টারপিস’, ‘কেজিএফ: চ্যাপটার ওয়ান’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন যশ।

‘সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ’ নির্বাচিত হওয়া এই অভিনেতার জনপ্রিয়তা এখন তুঙ্গে। মুক্তির অপেক্ষায় ‘কেজিএফ: চ্যাপটার টু’। ইতোমধ্যে প্রকাশিত সিনেমাটির ট্রেইলার দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটি চলতি বছর মুক্তির কথা রয়েছে।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়