Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৮ অক্টোবর ২০২১ ||  কার্তিক ২ ১৪২৮ ||  ০৯ রবিউল আউয়াল ১৪৪৩

পোড়ানো হলো অক্ষয়ের কুশপুতুল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১৮ জুন ২০২১   আপডেট: ০৮:১৫, ১৯ জুন ২০২১
পোড়ানো হলো অক্ষয়ের কুশপুতুল

‘খিলাড়ি’খ্যাত বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার পরবর্তী সিনেমা ‘পৃথ্বীরাজ’। এই সিনেমা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

সিনেমাটির নাম পরিবর্তনের দাবি জানিয়েছে ‘ভারতীয় ক্ষত্রীয় মহাসভা’। সংগঠনটি জানিয়েছে, সিনেমার নাম শুধু পৃথ্বীরাজ রাখা যাবে না। এ ক্ষেত্রে ‘হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহান’ অথবা ‘সম্রাট পৃথ্বীরাজ চৌহান’ রাখতে হবে। শুধু তাই নয়, এতে কোনো বিতর্ক অথবা ইতিহাস বিকৃতি হয়েছে কিনা তা নিশ্চিত হতে সিনেমাটি মুক্তির আগে ক্ষত্রীয় ও রাজপুত সম্প্রদায়ের প্রতিনিধিকে দেখাতে হবে বলে তাদের দাবি।

সম্প্রতি সংগঠনটি এ নিয়ে একটি প্রতিবাদ মিছিল করেছে। সেখানে জানানো হয়েছে, যদি নির্মাতারা দাবি না মানেন তাহলে ‘যোধা আকবর’ ও ‘পদ্মাবত’ সিনেমার মতো বাধার মুখে পড়তে হবে তাদের। ভারতের চণ্ডীগড়ে পৃথ্বীরাজ সিনেমার প্রযোজক ও এর প্রধান অভিনেতা অক্ষয় কুমারের কুশপুতুল জ্বালিয়েছে আন্দোলনকারীরা।

এর আগে সিনেমাটির নাম শুধু ‘পৃথ্বীরাজ’ রাখা নিয়ে আপত্তি করেছে করণী সেনা। ভারতের কট্টরপন্থী সংগঠনটি দাবি জানায়, এটির নাম ‘বীর যোদ্ধা সম্রাট পৃথ্বীরাজ চৌহান’ রাখতে হবে। এখানেই শেষ নয়, সিনেমা মুক্তির ব্যাপারে বেশ কয়েকটি শর্ত রাখেন করণি সেনার যুব শাখার সভাপতি সুরজিৎ সিং রাঠোর।

ঐতিহাসিক-ড্রামা ঘরানার পৃথ্বীরাজ সিনেমাটি পরিচালনা করছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। প্রযোজনায় আছে যশ রাজ ফিল্মস। এতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন সাবেক মিস ওয়ার্ল্ড মানুশি চিল্লার। এছাড়া এতে সঞ্জয় দত্তকেও দেখা যাবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়