থেমে গেলো সাইমনের ‘আর্তনাদ’
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
কঠোর লকডাউনের কারণে স্থগিত করা হয়েছে সাইমন সাদিকের ‘আর্তনাদ’ সিনেমার শুটিং। আগামী ১৭ জুলাই ক্যামেরা ওপেন করার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক। বান্দরবানে শুটিং লোকেশনও ঠিক করা হয়েছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে দেশজুড়ে লকডাউনের ঘোষণা দেয়ায় আপাতত শুটিং স্থগিত রাখা হয়েছে বলে সাইমন জানিয়েছেন।
এদিকে ১ জুলাই থেকে সাইমন অভিনীত শাহীন সুমন পরিচালিত 'গ্যাংস্টার' সিনেমার শুটিংও স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। দুটি সিনেমায় সাইমনের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি।
এ প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘আর্তনাদ’ সিনেমার শুটিংয়ের জন্য রাজু স্যার কয়েকদিন আগে বান্দরবানে শুটিং স্পট দেখে এসেছিলেন। একটানা শুটিংয়ের জন্য সব প্রস্তুতি আমাদের নেয়া ছিল। এ ছাড়া আরো কয়েকটি কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে সব বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর সিদ্ধান্ত।’
নির্মাতা জাকির হোসেন রাজু দীর্ঘ ৮ বছর পর সাইমন-মাহিকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন। এর আগে এই জুটিকে নিয়ে রাজু ‘পোড়ামন’ নির্মাণ করেন। সিনেমাটি ব্যবসাসফল হয়।
গত বছর সাইমন ‘জান্নাত’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে।
ঢাকা/রাহাত সাইফুল