Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৮ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৪ ১৪২৮ ||  ২১ রবিউস সানি ১৪৪৩

প্রথমবার শাহরুখ-সঞ্জয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ১৩ জুলাই ২০২১   আপডেট: ২১:০৭, ১৩ জুলাই ২০২১
প্রথমবার শাহরুখ-সঞ্জয়

বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা শাহরুখ খান ও সঞ্জয় দত্ত। ব্যক্তিগত জীবনে সুসম্পর্ক থাকলেও পর্দায় একসঙ্গে হাজির হননি। প্রথমবারের মতো পর্দায় হাজির হবেন তারা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম ১৮-এর ‘রাখী’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের। যদিও এর আগে শাহরুখের ‘রা. ওয়ান’ ও ‘ওম শান্তি ওম’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হন সঞ্জয় দত্ত। তবে পূর্ণাঙ্গ কোনো চরিত্রে এবারই প্রথম একসঙ্গে অভিনয় করবেন তারা।

সিনেমার কাজের দিক থেকে বর্তমানে ‘পাঠান’ সিনেমার শুটিং করছেন শাহরুখ। এই সিনেমার মাধ্যমে প্রায় তিন বছর পর লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে ফিরলেন এই অভিনেতা। এছাড়াও সালমান খানের ‘টাইগার-থ্রি’ ও আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। এখানেই শেষ নয়, তামিল পরিচালক অ্যাটলি ও রাজকুমার হিরানির সিনেমাতেও শাহরুখের অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।

সঞ্জয়ের ঝুলিতেও বেশ কয়েকটি সিনেমা রয়েছে। ‘কেজিএফ: চ্যাপ্টার টু’, ‘পৃথ্বীরাজ’, ‘শমশেরা’ ও ‘তোরবাজ’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়