ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পর্নোগ্রাফি ব্যবসায় কত আয় করতেন শিল্পার স্বামী?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ২২ জুলাই ২০২১   আপডেট: ১১:৫৯, ২২ জুলাই ২০২১
পর্নোগ্রাফি ব্যবসায় কত আয় করতেন শিল্পার স্বামী?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। পর্নোগ্রাফি তৈরি ও সেগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মুম্বাই পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম ব্রাঞ্চ) মিলিন্দ ভারাম্বে ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানান, রাজ পর্নোগ্রাফি ব্যবসা থেকে দিনে ৬-৭ লাখ রুপি আয় করতেন। এই ব্যবসায় তার সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী তার বোন জামাইও জড়িত রয়েছে।

আরো পড়ুন:

ভারাম্বে বলেন, ‘রাজ কুন্দ্রা হটশটস নামের অ্যাপে কিছু আপলোড করতেন না। তিনি উই ট্রান্সফারের মাধ্যমে ভিডিও বিদেশে পাঠাতেন। তার অফিসে ভিডিও বানানো হতো এবং তা যুক্তরাজ্যের কেনরিন লিমিটেড কোম্পানিতে পাঠানো হতো।’

তিনি আরো বলেন, ‘তদন্তে নেমে মুম্বাই পুলিশ বিভিন্ন প্রমাণ খুঁজে পেয়েছে। এর মধ্যে হটশটস ফিল্মস, ভিডিও ক্লিপ ও হোয়াটসঅ্যাপে কথোপকথন রয়েছে।’

গত সোমবার (১৯ জুলাই) রাতে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হয়। ২৩ জুলাই পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়