ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

বলিউড অভিষেকে আর বাধা নেই ঢাকার মিথিলার

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২৪ আগস্ট ২০২১   আপডেট: ১৯:৩৫, ২৪ আগস্ট ২০২১
বলিউড অভিষেকে আর বাধা নেই ঢাকার মিথিলার

তানজিয়া জামান মিথিলা

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ২০১৯ সালে বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় নাম লেখান তিনি। ভারতের হায়দার খান পরিচালিত এ সিনেমার কাজ বেশ আগে শেষ করেছেন। কিন্তু সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন‌্য এতদিন আটকে ছিল সিনেমাটির মুক্তি। অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার (২৩ আগস্ট) সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এটি।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে মিথিলা বলেন—‘সর্বশেষ সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো। এর মধ‌্য দিয়ে অনেক দিনের অপেক্ষার অবসান হলো। ছাড়পত্রের জন‌্য এতদিন সিনেমাটির মুক্তি আটকে ছিল।’

এ সিনেমার মাধ‌্যমে বলিউডে অভিষেক হচ্ছে মিথিলার। ওটিটি প্ল‌্যাটফর্মে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। এ বিষয়ে মিথিলা বলেন, ‘গতকাল ছাড়পত্র পেয়েছে, এখনো মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। খুব শিগগির মুক্তি পাবে এটি। কারণ ওটিটি প্ল‌্যাটফর্মে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। পরিচালকের সঙ্গে এখনো কথা বলতে পারিনি, আজ রাতে কথা বলার পর বিস্তারিত জানতে পারব।’

রোহিঙ্গা তরুণী হুসনে আরার চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। আরাকান ও হিন্দি—দুই ভাষায় কথা বলতে দেখা যাবে তাকে। হিন্দি ভাষায় পারদর্শী থাকায় শুটিংয়ের সময় তা কাজে দিয়েছে। তবে শুটিং সেটে একজন অনুবাদকও রাখা হয়েছিল। কাজের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এ সিনেমার কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। সুতরাং এই কাজের অভিজ্ঞতা নিঃসন্দেহে ভালো। এই সিনেমায় কাজ করার পরই মূলত অভিনয় করার সিদ্ধান্ত নিই।’   

‘রোহিঙ্গা’ সিনেমার দৃশ‌্যে তানজিয়া জামান মিথিলা

নিজের সেরাটা দিয়ে কাজটি করেছেন মিথিলা। তা জানিয়ে এই নায়িকা বলেন, ‘এই সিনেমাকে অনেক সম্মান করি। কিন্তু এটি আমার পারফেক্ট কাজ হবে না! কারণ এটি আমার প্রথম সিনেমা। মডেলিং থেকে এর মাধ‌্যমে সিনেমায় নাম লেখিয়েছি। এজন‌্য অনেক আশাও করছি না। তবে আমি আমার সেরাটা দিয়ে কাজটি করার চেষ্টা করেছি।’

‘রোহিঙ্গা’ সিনেমার পরিচালক হায়দার খান বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। মজার ব্যাপার হলো—এ সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে মিথিলাকে কেন্দ্র করে।

তানজিয়া জামান মিথিলা

করোনা সংকটের কারণে এখন কাজ কম হচ্ছে। একই সংকটের কারণে মিস ইউনিভার্সেও যাওয়া হয়নি মিথিলার। তবে সম্প্রতি দেশের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। খুব তাড়াতাড়ি এসব সিনেমার শুটিং শুরু করবেন। এজন‌্য নিজেকে প্রস্তুত করছেন বলেও জানান মিথিলা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়