ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সামান্থার ডিভোর্স নিয়ে শ্বশুর নাগার্জুনার বক্তব্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ৩ অক্টোবর ২০২১   আপডেট: ১৪:১৫, ৩ অক্টোবর ২০২১
সামান্থার ডিভোর্স নিয়ে শ্বশুর নাগার্জুনার বক্তব্য

গুঞ্জন অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল, অবশেষে ডিভোর্সের আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছেন নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি।

এদিকে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই জুটির ডিভোর্সের পর এ নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করেছেন নাগার বাবা ও সামান্থার শ্বশুর নাগার্জুনা আক্কিনেনি।

আরো পড়ুন:

তিনি লিখেছেন, ‘অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাকে এই কথা বলতে হচ্ছে। স্যাম ও চৈয়ের মধ্যে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। স্বামী ও স্ত্রীর মধ্যে যা ঘটেছে এটি একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। স্যাম ও চৈ দু’জনই আমার খুব প্রিয়। আমার পরিবারের সঙ্গে স্যামের অনেক স্মরণীয় মুহূর্ত আছে, সেগুলো আমরা মনে রাখব এবং সে আমাদের একজন প্রিয় মানুষ হয়েই থাকবে। সৃষ্টিকর্তা তাদের দু’জনকেই শক্তি দান করুন।’

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়