Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৯ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২৫ ১৪২৮ ||  ০২ জমাদিউল আউয়াল ১৪৪৩

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে পরীমনির আনন্দ ভাগাভাগি (ভিডিও)

প্রকাশিত: ১৭:৪৩, ২৪ অক্টোবর ২০২১   আপডেট: ১৯:৫৩, ২৪ অক্টোবর ২০২১
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে পরীমনির আনন্দ ভাগাভাগি (ভিডিও)

হালের ক্রেজ চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই দিনব্যাপী নানা আয়োজন। আজ (২৪ অক্টোবর) তার জন্মদিন। বিশেষ এই দিনের প্রথম প্রহরেই নানার সঙ্গে কেক কাটেন এই অভিনেত্রী।

প্রতিবছর সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটান পরীমনি। এবারো তার ব‌্যাত‌্যয় ঘটেনি। আজ বিকালে সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একটি কেকও কাটেন। তারই একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমনি।

তাতে দেখা যায়, শিশুরা মাথায় বার্থডে টুপি পরে সেজেছেন। আর কেক কাটার সময়ে কড়তালি দিয়ে সমস্বরে বলছে—‘হ্যাপি বার্থডে পরীমনি’।

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে পরীমনির কেক কাটার ভিডিও দেখতে ক্লিক করুন

এদিকে দিনের শেষাংশে বন্ধু-বান্ধব ও কাছের মানুষদের নিয়ে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় কেক কাটবেন পরীমনি। সেখানে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করবেন দিনটি। আত্মীয়-স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

পরীমনি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার শুটিং করছেন। একটানা শুটিং শিডিউল তার। তবে জন্মদিনের জন‌্য একদিনের ছুটি নিয়ে ঢাকায় ফিরেছেন এই নায়িকা।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়