ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জন্মদিনে বড় ঘোষণা দেবেন শাহরুখ?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২ নভেম্বর ২০২১   আপডেট: ০৪:১৫, ৩ নভেম্বর ২০২১
জন্মদিনে বড় ঘোষণা দেবেন শাহরুখ?

বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। ভক্তদের কাছে তিনি ‘রোমান্স কিং’। ২ নভেম্বর এই সুপারস্টারের জন্মদিন। ৫৬ বছর পূর্ণ হলো তার।

প্রতি বছর ধুমধাম করে জন্মদিন পালন করেন শাহরুখ। মান্নাতের ছাদে উঠে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন। কিন্তু তার বড় ছেলে আরিয়ান মাদক মামলায় গ্রেপ্তার হওয়ায় ধারণা করা হয়েছিল এবার আর জন্মদিন পালন করবেন না ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ অভিনেতা। তবে শোনা যাচ্ছে, জন্মদিনে বড় কোনো ঘোষণা দেবেন তিনি।

আরো পড়ুন:

এদিকে গতকাল (১ নভেম্বর) রাত থেকেই প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে মান্নাতের সামনে ভিড় করেন অনেকে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ছেলের ঘটনার পর এবারের জন্মদিন কিছুটা সাদামাটাভাবে পালন করতে পারেন শাহরুখ। পরিবার নিয়ে আলিবাগের ফার্মহাউজে যেতে পারেন। তবে তার পরবর্তী সিনেমা ‘পাঠান’ নিয়ে বড় কোনো ঘোষণা করে দিতে পারেন শাহরুখ।

যশরাজ প্রযোজিত ‘পাঠান’ সিনেমায় শাহরুখ ছাড়াও আছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়