ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভিকির সঙ্গে বিয়ের পর সালমানের কাছে ফিরছেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৪:৪৭, ১৮ ডিসেম্বর ২০২১
ভিকির সঙ্গে বিয়ের পর সালমানের কাছে ফিরছেন ক্যাটরিনা

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেছেন তিনি। শ্বশুরবাড়িতে এখন সম্পূর্ণ সংসারী মেজাজে এই অভিনেত্রী।

এদিকে ভিকির সঙ্গে বিয়ের পর সালমান খানের সঙ্গে শুটিংয়ে ফিরছেন ক্যাটরিনা। খুব শিগগির ‘টাইগার-থ্রি’ সিনেমার শুটিং শুরু করবেন এই দুই তারকা। দিল্লিতে এর শুটিং হবে।

আরো পড়ুন:

এ প্রসঙ্গে একটি সূত্র পিংকভিলা ডটকমে বলেন, ‘এটি ১৫ দিনের শুটিং শিডিউল। সালমান এবং ক্যাটরিনা দু’জনই শুটিং করবেন এবং এ বিষয়ে সকল প্রস্তুতি চলছে। জনসাধারণকে নিয়ন্ত্রণে রেখে কীভাবে তাদের লুক ফাঁস হওয়া থেকে রক্ষা পাওয়া যায় ক্রুরা সেভাবেই কাজ করছেন।’

থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করছেন মনীশ শর্মা। এর আগে রাশিয়া, তুরস্ক ও অস্ট্রিয়াতে যশ রাজ ফিল্ম প্রযোজিত এই সিনেমার শুটিং করেছেন সালমান-ক্যাটরিনা।

বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার’। এর তৃতীয় কিস্তি ‘টাইগার-থ্রি’। এই ফ্র্যাঞ্চাইজির ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ দর্শকের কাছে বেশ ভালো সাড়া ফেলে। ফলে ‘টাইগার থ্রি’ সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা চলছে। সিনেমাটির বাজেট ৩০০ কোটি রুপি।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়