এ বাঁধন যাবে না ছিঁড়ে!
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেন অঞ্জনা
বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা অঞ্জনা রহমান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে জুটি বেঁধে ১৭টি সিনেমায় অভিনয় করেছেন তারা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আলাদা আলাদা প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। তবে নির্বাচনের মাঠে নেমে আনন্দে মাতলেন এই জুটি। যেন এ বাঁধন যাবে না ছিঁড়ে!
এ বিষয়ে অঞ্জনা রহমান বলেন, ‘আমরা একসঙ্গে ১৭টি সিনেমায় অভিনয় করেছি৷ দীর্ঘদিন পর একসঙ্গে এমন আড্ডা জমেছে নির্বাচনকে ঘিরে। নির্বাচন আসলে তারার মেলা বসে। এদিন আমাদের উৎসব। সবাই একসঙ্গে দারুণ সময় কাটাচ্ছি। দীর্ঘদিন পর একত্রিত হয়ে আনন্দ করছি।’
ইলিয়াস-অঞ্জনা অভিনীত ১৭টি সিনেমার মধ্যে বেশ কয়েকটি সিনেমা ব্যবসাসফল হয়েছে। কিন্তু নির্বাচনের সময়ে সেই নায়কের হাত ছেড়ে ভিলেনের হাত ধরলেন কেন? এমন প্রশ্নের জবাবে অঞ্জনা বলেন, ‘মাঝে মাঝে নায়ক রেখে ভিলেনের হাত ধরতে হয়! একদিনের জন্য আমরা আলাদা হলেও সবাই সমান। এটাকে নির্বাচন মনে করছি না, এটি আমাদের মিলনমেলা।’
এবারে নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। একটিতে সভাপতি হিসেবে লড়ছেন অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। আরেকটি প্যানেলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ। মিশা-জায়েদ প্যানেলে কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছেন অঞ্জনা।
কাঞ্চন-অঞ্জনা জুটির উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- পরিণীতা, প্রতিরোধ, অভিযান, ষড়যন্ত্র, খুনি, প্রেমের সমাধী সাদাকালো, বিষকন্যার প্রেম, অন্ধবধু, ডাকু ও দরবেশ, বিক্রম, হুঁশিয়ার, জিপসী সর্দার, লালু সর্দার, মোহনা, রুপাসী বাংলা, বিধাতা, আদম ব্যাপারী প্রমুখ।
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত
- ৩ মাস আগে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ফেরদৌস
- ৩ মাস আগে ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক
- ৩ মাস আগে শাকিব খানকে নিয়ে কথা বলার আমি কেউ না: বুবলী
- ৩ মাস আগে ভোটের পর আমরা সবাই বন্ধু-ভাই: আলমগীর
- ৩ মাস আগে চাদর খুলে দেখালেন জায়েদ খান
- ৩ মাস আগে চাদরের আড়ালে টাকা দিচ্ছেন জায়েদ, অভিযোগ নিপুণের
- ৩ মাস আগে কাদা ছোড়াছুড়ি আমার কাম্য নয়: অপু
- ৩ মাস আগে নির্বাচন কমিশনার ও এফডিসি এমডির পদত্যাগ চান সোহান
- ৩ মাস আগে অভিনয়শিল্পীদের পেনশনের ব্যবস্থা করতে চাই: রওনক
- ৩ মাস আগে ভোট দিতে এসে স্মৃতিকাতর আমিন খান
- ৩ মাস আগে নতুন কমিটি যেন শিল্পীদের স্বার্থে কাজ করে: জিতু
- ৩ মাস আগে ১৭ বছরের কাজের অভিজ্ঞতায় আমরা এগিয়ে: মিশা
- ৩ মাস আগে পরিবেশটা সুন্দর না? ফেরদৌসের প্রশ্ন
- ৩ মাস আগে এখানে রাজনীতি-মারামারি নেই: শাকিল খান
- ৩ মাস আগে ভোট দিয়ে যা বললেন ডিপজল
- ৩ মাস আগে এফডিসিতে ঢুকে মনে হলো যুদ্ধ হবে: ইলিয়াস কাঞ্চন
- ৩ মাস আগে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু
- ৩ মাস আগে আজ অভিনয়শিল্পী সংঘের নির্বাচন
আরো পড়ুন