১৭ বছরের কাজের অভিজ্ঞতায় আমরা এগিয়ে: মিশা
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

শুক্রবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বহুল আলোচিত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর। জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি।
এই অভিনেতা বলেছেন, ‘করোনার কারণে অনেক কাজই করতে পারিনি। নির্বাচিত হলে সেগুলো করব। সবার আগে শিল্পীদের জন্য বাসস্থান তৈরি করব। নির্বাচনের পর আমরা সবাই এক। এখানে কেউ বিরোধী দল নই। নির্বাচনের জন্য দু’টি প্যানেল দিতে হয়েছে। আজকের পর আমরা সবাই সমান।’
পরপর দুই দফায় শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন মিশা সওদাগর। এবারও মিশা-জায়েদ পরিষদের সভাপতি প্রার্থী তিনি। এই অভিনেতা বলেন, ‘১৭ বছরের কাজের অভিজ্ঞতায় আমরা এগিয়ে আছি। সবারই দীর্ঘদিন সমিতিতে কাজ করার অভিজ্ঞতা আছে। সেদিক থেকে আমরা এগিয়ে। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। জয়-পরাজয় বিষয় না, শিল্পীদের জন্য সবসময় কাজ করব। আমরা সেবা করতে চাই।’
মিশা ১৯৮৬ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন। এরপর ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ও ‘অমরসঙ্গী’ সিনেমাতে নায়কের ভূমিকায় অভিনয় করেন। কিন্তু সফল হতে পারেননি। পরবর্তী সময়ে খলচরিত্রে অভিনয় শুরু করেন এবং ব্যাপক সফলতা পান। ২০১১ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৯ সালের নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হন মিশা সওদাগর।
ঢাকা/রাহাত সাইফুল/মারুফ
- ৩ মাস আগে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ফেরদৌস
- ৩ মাস আগে ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক
- ৩ মাস আগে শাকিব খানকে নিয়ে কথা বলার আমি কেউ না: বুবলী
- ৩ মাস আগে ভোটের পর আমরা সবাই বন্ধু-ভাই: আলমগীর
- ৩ মাস আগে চাদর খুলে দেখালেন জায়েদ খান
- ৩ মাস আগে চাদরের আড়ালে টাকা দিচ্ছেন জায়েদ, অভিযোগ নিপুণের
- ৩ মাস আগে কাদা ছোড়াছুড়ি আমার কাম্য নয়: অপু
- ৩ মাস আগে নির্বাচন কমিশনার ও এফডিসি এমডির পদত্যাগ চান সোহান
- ৩ মাস আগে অভিনয়শিল্পীদের পেনশনের ব্যবস্থা করতে চাই: রওনক
- ৩ মাস আগে এ বাঁধন যাবে না ছিঁড়ে!
- ৩ মাস আগে ভোট দিতে এসে স্মৃতিকাতর আমিন খান
- ৩ মাস আগে নতুন কমিটি যেন শিল্পীদের স্বার্থে কাজ করে: জিতু
- ৩ মাস আগে পরিবেশটা সুন্দর না? ফেরদৌসের প্রশ্ন
- ৩ মাস আগে এখানে রাজনীতি-মারামারি নেই: শাকিল খান
- ৩ মাস আগে ভোট দিয়ে যা বললেন ডিপজল
- ৩ মাস আগে এফডিসিতে ঢুকে মনে হলো যুদ্ধ হবে: ইলিয়াস কাঞ্চন
- ৩ মাস আগে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু
- ৩ মাস আগে আজ অভিনয়শিল্পী সংঘের নির্বাচন
আরো পড়ুন