ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার ২৭ বছরের ছোট নায়িকার সঙ্গে জমবে সালমানের প্রেম!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ৮ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৪:২৮, ৮ ফেব্রুয়ারি ২০২২
এবার ২৭ বছরের ছোট নায়িকার সঙ্গে জমবে সালমানের প্রেম!

প্রতি বছর ঈদে সালমান খানের সিনেমা মুক্তি পায়। গত এক দশকেরও বেশি সময় ধরে এটাই ট্রেন্ড বলিউডের। সল্লু ভাইয়ের সিনেমা ছাড়া ভক্তদের ঈদ ঠিক জমে না। ঈদে সালমানের সিনেমা মুক্তি মানেই সেটি ব্যবসাসফল। 

গত দুই বছর করোনার কারণে অবশ্য কিছুটা হতাশ হতে হয়েছে ভাইজান ভক্তদের। তবে আগামী বছর ট্রেন্ড মেনেই ঈদে মুক্তি পাবে সালমানের খানের বহুল আলোচিত নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’।

আরো পড়ুন:

সোমবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে এ তথ্য নিশ্চিত করেছেন। সিনেমাটির পরিচালনা করছেন ফরহাদ সামজি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সহ-প্রযোজনার দায়িত্বে রয়েছেন সালমান খান, তাঁর ভাই সোহেল খান ও ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী।

‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় সালমানকে রোমান্স করতে দেখা যাবে অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে। এই প্রথম সালমানের নায়িকা হতে চলেছেন পূজা। এর আগে দিশা পাটানির মতো ইয়াং অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে বলিউডের ভাইজানকে, এবার পালা পূজার। বয়সে সালমানের চেয়ে ২৭ বছরের ছোট পূজা। 

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার মতে, বলিউড একটা ফ্রেশ জুটি পাবে এই সিনেমার সঙ্গে, পূজা সালমানের নায়িকা হিসাবে এই সিনেমার জন্য সেরা বাছাই দাবি প্রযোজকের।

ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি লাভ করেন পূজা। বর্তমানে বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন তিনি। তার ঝুলিতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে।

প্রভাসের সঙ্গে ‘রাধে শ্যাম’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এছাড়া অখিল আক্কিনেনির সঙ্গে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ দেখা যাবে তাকে। সালমান খানের বিপরীতে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমা ছাড়াও রণবীর সিংয়ের সঙ্গে ‘সার্কাস’ এবং রাম চরণের সঙ্গে ‘আচার্য’ সিনেমায় রোমান্স করবেন এই অভিনেত্রী।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়