ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

‘জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা, গুরুত্ব দিচ্ছি না’ 

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ১৩ জুন ২০২২   আপডেট: ১৪:০৩, ১৪ জুন ২০২২
‘জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা, গুরুত্ব দিচ্ছি না’ 

জায়েদ খানের বিরুদ্ধে মৌসুমীকে হয়রানি এবং সংসার ভাঙার চক্রান্তের অভিযোগ ওমর সানীর। জায়েদ খানের অভিযোগ অস্বীকার। মৌসুমীর জায়েদ খানের পক্ষে সাফাই। অতঃপর ওমর সানী ভরসা রেখেছিলেন পুত্র ফারদিনের প্রতি। 

ওমর সানী শুরু থেকেই বলে এসেছেন জায়েদের বিরুদ্ধে অভিযোগের সব প্রমাণ তার কাছে তো বটেই, তার ছেলের কাছেও রয়েছে। এতো ঘটনার পর এবার গণমাধ্যমে কথা বলেছেন সানী-মৌসুমী দম্পতির একমাত্র পুত্র ফারদিন।  

ফারদিন আজ ‘দি বিজনেস স্ট্যান্ডার্ড’ বাংলাকে বলেছেন, ‘শুধু আমার আম্মু না, তিনি (জায়েদ খান) কমবেশি সবাইকে হ্যারাস করে থাকেন। তিনি আমার আব্বুর সঙ্গেও বেয়াদবি করেছেন, আম্মুর সঙ্গেও করেছেন। কিন্তু আম্মু ভেবেছেন, বিষয়টা সিভিল ম্যাটার, এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমরা নিজেরাই সলভ করবো।’

এ দিকে আজ এক অডিও বার্তায় মৌসুমী জায়েদ খানকে ‘ভালো ছেলে’ উল্লেখ করে ওমর সানীকেই দুষেছেন। বিষয়টি উল্লেখ করে ফারদিন বলেন, ‘আম্মু নাকি বলেছেন, মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানি। এটা আসলে ঠিক না।… পরিস্থিতি ঠাণ্ডা করার জন্যই বলেছেন। আম্মু আমার সাথে কথাও বলেছেন। উনিও চান নাই পত্রিকায়-টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক।’

জায়েদ খান ব্যবসার ক্ষতি করার চেষ্টা করেছেন উল্লেখ করে ‘দি বিজনেস স্ট্যান্ডার্ড’কে ফারদিন আরো বলেন, ‘এখন প্রমাণ সবার সামনে হাজির করবো না। পাবলিকলি সব বলবোও না। তবে উনাকে এত গুরুত্ব দিচ্ছি না।’

‘জায়েদ খান আর রাস্তার ব্যাঙ এক কথা’ বলেন তারকা দম্পতির এই সন্তান। 

রাহাত/তারা/ 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়