ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেমন কাটছে সামান্থার সঙ্গে ডিভোর্সের পর নাগার জীবন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২২ জুলাই ২০২২   আপডেট: ১২:৫৫, ২২ জুলাই ২০২২
কেমন কাটছে সামান্থার সঙ্গে ডিভোর্সের পর নাগার জীবন?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত ডিভোর্সের সিদ্ধান্ত নেন এই জুটি।

সম্প্রতি তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন নাগা চৈতন্য। এই সময় করোনা মহামারি ও ডিভোর্স— এই দু’টিকে জীবনের সবচেয়ে কঠিন ধাপ বলে উল্লেখ করেন তিনি। কারণ এই সময়ে তার ব্যক্তিগত জীবনে অনেক পরিবর্তন এসেছে।

আরো পড়ুন:

নাগার দাবি, বর্তমানে তিনি আগের চেয়ে অনেক স্বাধীন। পরিবার ও বন্ধুদের সঙ্গে অনেক বেশি সময় দিতে পারেন। নিজেকে একজন নতুন মানুষ হিসেবে আবিষ্কার করছেন তিনি।

সামান্থা ২০১০ সালে তামিল ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। একই বছর তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের সিনেমায় অভিনয় করেন তিনি। এতে নাগা চৈতন্য আক্কিনেনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন এই অভিনেত্রী। এ সিনেমার মাধ্যমে প্রথম পরিচয় সামান্থা রুথ প্রভু-নাগা চৈতন্য আক্কিনেনির। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা।

পরবর্তী সময়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনাও কম হয়নি। সব কিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন নাগা-সামান্থা।

/মারুফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়