ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

শুটিং শেষ করেই চোখ ধাঁধানো ছবি পোস্ট সালমান খানের

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ৩ ডিসেম্বর ২০২২   আপডেট: ২২:২৪, ৩ ডিসেম্বর ২০২২
শুটিং শেষ করেই চোখ ধাঁধানো ছবি পোস্ট সালমান খানের

সালমান খান, পূজা হেগড়ে, শেহনাজ গিল

বলিউডের ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খান। আগামী বছরের ঈদে তিনি হাজির হচ্ছেন ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা নিয়ে। 

নতুন এই সিনেমার শুটিং শনিবার (৩ ডিসেম্বর) শেষ করেছেন বলে জানিয়েছেন সালমান। সোশ্যাল মিডিয়ায় ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার একটি ছবি পোস্ট করে এই সুপারস্টার লিখেছেন, ‘শুটিং-এর কাজ শেষ…আগামী বছর ঈদে দেখা হচ্ছে।’ 

এদিকে সালমানের পোস্ট করা ছবিটি থেকে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। ছবিতে অভিনেতাকে দেখা গেছে চোখ ধাঁধানো লুকে। লম্বা চুল, চোখে সানগ্লাস, গালে দাড়ি আর ডিজাইনার পোশাক। সালমানের এই লুক দেখে ঘায়েল ভক্তরা।

আরো পড়ুন:

এই সিনেমায় শুধু অভিনেতা নন, প্রযোজকের ভূমিতেও আছেন সালমান। পরিচালনায় রয়েছেন ফারহাদ সামজি।   

‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমায় সালমানের সঙ্গে থাকছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতির। সালমানের এই সিনেমার হাত ধরেই বলিউডে পা রাখতে যাচ্ছেন শেহনাজ গিল।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়