ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেন্সর পেলো ‘শ্যামা কাব্য’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ৬ ফেব্রুয়ারি ২০২৩  
সেন্সর পেলো ‘শ্যামা কাব্য’

জনপ্রিয় কাহিনীকার, নাটক ও চলচ্চিত্র পরিচালক বদরুল আনাম সৌদ নির্মাণ করেছেন ‘শ্যামা কাব্য’। এ সিনেমার মধ্য দিয়েই নাট্যাভিনেত্রী নওরীন হাসান খান জেনির সিনেমায় অভিষেক হলো।

পরিচালনার পাশাপাশি ‘শ্যামা কাব্য’ সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন বদরুল আনাম সৌদ। সিনেমায় ইন্তেখাব দিনারের বিপরীতে অভিনয় করেন জেনি। তাকে নিতু চরিত্রে দেখা যাবে। অন্যদিকে ওসমান চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। এরই মধ্যে এর দৃশ্যধারণ সম্পন্ন করা হয়। সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে সেন্সর সূত্রে জানা গেছে। 

এর আগে সরকারি অনুদানের সিনেমা ‘গহীন বালুচর’ নির্মাণ করেন সৌদ। এটি ২০১৭ সালের ২৯ ডিসেম্বর মুক্তি পায়। বেশ কয়েকটি ক্যাটাগরিতে সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিল। অন্যদিকে সিনেমায় দিনারের যাত্রা তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’ সিনেমার মধ্য দিয়ে। এরপর তিনি ‘ছানা ও মুক্তিযুদ্ধ’, ‘বৃহন্নলা’,‘ইতি তোমারই ঢাকা’, ‘সাপলুডু’, ‘খণ্ডগল্প ১৯৭১’ সিনেমায় অভিনয় করেছেন।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়