ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

আলোচনায় রণবীরের ১০ কোটি টাকা মূল্যের গাড়ি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ৫ এপ্রিল ২০২৪   আপডেট: ০৮:৪৬, ৫ এপ্রিল ২০২৪
আলোচনায় রণবীরের ১০ কোটি টাকা মূল্যের গাড়ি

ভারতীয় চলচ্চিত্র অভিনয়শিল্পীদের বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। মার্কেটে নতুন মডেলের গাড়ি বা মোটরসাইকেল এলেই তা সংগ্রহ করার চেষ্টা করেন তারা।

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরের গাড়ির প্রতি আলাদা আকর্ষণ রয়েছে। ‘সাওয়ারিয়া’খ্যাত এই অভিনেতা সবসময়ই ভালো ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে থাকেন। তার গ্যারেজে ১০টি বিলাসবহুল গাড়ি রয়েছে। এবার গ্যারেজে যুক্ত হলো আরো নতুন একটি বিলাসবহুল গাড়ি।

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, কয়েক দিন আগে মুম্বাইয়ের রাস্তায় ব্র্যান্ড নিউ একটি গাড়ি নিয়ে যেতে দেখা যায় রণবীর কাপুরকে। কিছুদিন আগে বেন্টলি কন্টিনেন্টাল জিটি গাড়িটি কিনেছেন তিনি। এর মূল্য ৮ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৪৫ লাখ টাকার বেশি।

আরো পড়ুন:

ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুসারে, বেন্টলি কন্টিনেন্টাল জিটি ভি৮ মডেলের নীল রঙের গাড়ি কিনেছেন রণবীর কাপুর। গাড়িটির বাজার মূল্য ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৮৪ লাখ টাকার বেশি)। রণবীরের এ গাড়ির একটি ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।

রণবীর কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যানিমেল’। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। গত বছরের ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় এটি। বক্স অফিসে দারুণ সাড়া ফেলে এটি।

রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘রামায়ণ’। নিতেশ তিওয়ারি পরিচালিত এ সিনেমায় রাম চরিত্র রূপায়ন করবেন তিনি। সীতা চরিত্রে অভিনয় করবেন সাই পল্লবী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়