ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি গাড়িতে ময়লার ব্যাগ রাখি: পূজা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ৬ জুন ২০২৪   আপডেট: ১২:৪২, ৬ জুন ২০২৪
আমি গাড়িতে ময়লার ব্যাগ রাখি: পূজা

ভারতীয় সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। বছর জুড়ে চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সামাজিক নানা কর্মকাণ্ডেও অংশ নিয়ে থাকেন। কিছুদিন আগে মুম্বাইয়ের জুহু বিচ পরিষ্কার অভিযানে অংশ নেন এই অভিনেত্রী। পরিবেশ সচেতন পূজা জানালেন, গাড়িতে ভ্রমণের সময়ে ময়লার ব্যাগ সঙ্গে রাখেন।

এ বিষয়ে পূজা হেগড়ে বলেন, ‘জীবনে, আমরা যদি ছোট ছোট পদক্ষেপ নেই, তবে আমরা সমাজে ভালো পরিবর্তন দেখতে পাব। সাধারণত, আমি যখন গাড়িতে ভ্রমণ করি, তখন ময়লার ব্যাগ সঙ্গে রাখি। রাস্তায় বা সমুদ্র সৈকতে ময়লা ফেলি না। সুতরাং আমার মনে হয়, আমরা যদি ছোট এই বিষয় অনুসরণ করি, তবে আমরা বড় একটি পরিবর্তন আনতে পারব।’

আরো পড়ুন:

গোটা পৃথিবীকে বাড়ি হিসেবে দেখার আহ্বান জানিয়ে পূজা হেগড়ে বলেন, ‘যেখানে সেখানে জিনিসপত্র (ময়লা) না ফেলার জন্য উৎসাহ দেওয়া প্রয়োজন। আমার মনে হয়, আমাদের এই সচেতনতার সিদ্ধান্তগুলো নিতে হবে, আমাদের পৃথিবীকে আমাদের বাড়ি হিসেবে নেওয়া দরকার। আমরা বাড়িতে যা করি, তাই করা উচিত।’

প্লাস্টিক ব্যবহারের বিষয়ে পূজা হেগড়ে বলেন, ‘আমার মনে হয়, পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করতে পারি। ফেলে না দিয়ে একই প্লাস্টিকের ব্যাগ বারবার ব্যবহার করতে পারি।’

পূজা হেগ‌ড়ে অভিনীত সর্বশেষ মু‌ক্তিপ্রাপ্ত সি‌নেমা ‘কি‌সি কা ভাই কি‌সি কি জান’। এ সি‌নেমায় সালমান খা‌নের বিপরী‌তে অভিনয় ক‌রে‌ছেন তি‌নি। এটি প‌রিচালনা ক‌রে‌ছেন ফরহাদ সাম‌জি। গত ২১ এপ্রিল মু‌ক্তি পায় এটি। ১২৫ কো‌টি রু‌পি বা‌জে‌টের এ সি‌নেমা বক্স অ‌ফি‌সে আয় ক‌রে ১৮২ কো‌টি রু‌পি।

বর্তমানে পূজার হাতে দুটো সিনেমার কাজ রয়েছে। বলিউডের ‘দেবা’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শহিদ কাপুর। আগামী ১১ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তামিল ভাষার ‘সুরিয়া ৪৪’ সিনেমায় সুরিয়ার বিপরীতে অভিনয় করছেন পূজা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়