ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সমালোচনার মুখে নচিকেতা বললেন, এখানে ধর্ষিত হয় মানবতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৪২, ১৪ আগস্ট ২০২৪
সমালোচনার মুখে নচিকেতা বললেন, এখানে ধর্ষিত হয় মানবতা

কয়েক দিন আগে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়েছে। ন্যক্কারজনক এ ঘটনায় ফুঁসে উঠেছে কলকাতাবাসী। প্রতিবাদ জানিয়ে আজ রাতে মিছিল নিয়ে রাজপথে নামবেন নারীরা।

কলকাতার তারকা অভিনয়শিল্পীরাও প্রতিবাদ জানিয়েছেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তারা। কিন্তু জীবনমুখী গানের গায়ক নচিকেতা বিষয়টি নিয়ে নীরব ছিলেন। এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েন তিনি। অবশেষে নীরবতা ভেঙে প্রতিবাদ জানালেন এই গায়ক।

আরো পড়ুন:

বুধবার (১৪ আগস্ট) নচিকেতা তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন। মূলত, তার লেখা একটি কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এ প্রতিবাদ জানান তিনি। আর ক্যাপশনে লেখেন— ‘আমার প্রতিবাদ।’

কবিতার শব্দ উচ্চারণ করে নচিকেতা বলেন, ‘মা তুমি এসো না, মা দুর্গা তুমি এসো না। এই পৃথিবী আমাদেরই বাসযোগ্য নেই, তোমার হবে কী করে? এখানে ধর্ষিত হয় মানবতা, মানুষ হারিয়েছে গভীরতা, নারীর সম্মান পথের ধুলোয়, প্রহসন নারী স্বাধীনতা! মা তুমি এসো না, পারব না দিতে সম্মান। মেয়েকেই দিতে পারিনি। লক্ষ টাকা খরচ করে তোমায় সাজাই, আরো কত লক্ষ টাকার বসন-ভূষণ। এদিকে আমার মেয়ে বসনহীন হাসপাতালে, আকাশ-বাতাস কালো করে ঘৃণার দূষণ। মা তুমি এসো না এই বিচারহীন পৃথিবীতে। তুমি এসোই না!’

এতটা সময় পর নচিকেতার এই প্রতিবাদ নেটিজেনদের বড় অংশের পছন্দ হয়নি। একজন লেখেন, ‘কি দরকার ছিল এসব প্রতিবাদ করার। ঠিকই তো চলছে সব কিছুই।’ আবার কেউ কেউ নচিকেতার প্রশংসা করেছেন।

উল্লেখ্য, ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে, গত ৮ আগস্ট দিবাগত ভোররাত ৩-৬টার মধ্যে আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণের পর খুন করা হয় তরুণী চিকিৎসককে। ওই তরুণীর গলার একটি হাড় ভাঙা ছিল। তাই প্রাথমিক ধারণা, গলা টিপে হত্যা করা হয় তাকে। শরীরে মোট দশ স্থানে ক্ষত পাওয়া গিয়েছে; লজ্জাস্থানেও রক্ত ছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়