ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘অন্ধকার ঘরে বাবা বাবা বলে চিৎকার করতাম’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ১০ নভেম্বর ২০২৪   আপডেট: ০৮:৪৫, ১০ নভেম্বর ২০২৪
‘অন্ধকার ঘরে বাবা বাবা বলে চিৎকার করতাম’

টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ডোন্ট কেয়ার’— স্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন। সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব শ্রীলেখা। সমসাময়িক নানা ইস্যু নিয়ে এ মাধ্যমে কথা বলে থাকেন তিনি। কখনো কখনো ব্যক্তিগত অনুভূতিও এ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

শনিবার (৯ নভেম্বর) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন শ্রীলেখা। এতে প্রয়াত বাবা-মাকে ঘন ঘন স্বপ্নে দেখছেন বলে জানান ‘কাঁটাতার’খ্যাত এই অভিনেত্রী।

আরো পড়ুন:

তার ভাষায়, ‘খুব ঘন ঘন মা-বাবাকে স্বপ্ন দেখি, স্বপ্ন ভেঙে গেলে খুব কান্না পায়, কান্না পেলে খুব কাঁদি, কাঁদলে বালিশ ভিজে যায়, ভিজে গেলে খুব কষ্ট হয়, কষ্ট হলে খুব রাগ হয়, রাগ হলে কার কি এসে যায়?’

সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার পর ভারতীয় একটি গণমাধ্যম যোগাযোগ করে শ্রীলেখার সঙ্গে। এ আলাপচারিতায় তিনি বলেন, ‘স্বপ্নটা যখন ভেঙে যায়, খুব কষ্ট হয়। স্বপ্নের মধ্যেও মনে হয় এই তো বাবা-মা পাশেই ছিল। আবার সবাইকে পেয়ে গিয়েছি। কোথাও একটা স্বপ্ন আর বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। হয়তো আমি একটু বেশি ইমোশনাল বলেই এটা বারবার মনে হয়। যখন মন খারাপ লাগে, একাই ওদের সঙ্গে কথা বলি।’

২০১৬ সালে মারা যান শ্রীলেখার মা। এরপর তার অনেকটা জুড়েই ছিলেন বাবা সন্তোষ মিত্র। কিন্তু ২০২১ সালে তিনিও মারা যান। বাবা-মা দুজনকে হারিয়ে অনেকটা একা হয়ে পড়েছেন এই অভিনেত্রী।

বাবা মারা যাওয়ার সময় শেষ দেখাও দেখতে পারেননি শ্রীলেখা। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “এমনিতে যারা একটু বেশি আবেগপ্রবণ হয়, তাদের কষ্টও হয় বেশি। তাই ভাবতে খুব খারাপ লাগে, কেন আমি বাবাকে একবার দেখতে গেলাম না। আজও স্বপ্ন দেখি। খালি মনে হয়, বাবা কিছু একটা বলতে চান আমায়। একটা সময় অন্ধকার ঘরে ‘বাবা বাবা’ বলে চিৎকার করতাম। কতবার দেখেছি, বাবা বলছেন, ‘টুম্পা এবার আমায় মুক্তি দে’।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়