ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাই পল্লবীর সিনেমার আয় ৪০০ কোটি টাকা ছাড়িয়ে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:৫২, ১৯ নভেম্বর ২০২৪
সাই পল্লবীর সিনেমার আয় ৪০০ কোটি টাকা ছাড়িয়ে

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবীর নতুন সিনেমা ‘আমরণ’। যুদ্ধভিত্তিক বায়োগ্রাফিক্যাল এ সিনেমা নির্মাণ করেছেন রাজকুমার পেরিয়াস্বামী। গত ৩১ অক্টোবর তামিল ভাষার এ সিনেমা বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পেয়েছে। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘আমরণ’ সিনেমা ১8 দিনে শুধু ভারতে আয় করেছে ২১৮.২৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৭৬.৭৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২৯৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪১৫ কোটি ৫৩ লাখ টাকার বেশি)।

আরো পড়ুন:

চলচ্চিত্র সমালোচক ও বক্স অফিস বিশ্লষক শ্রীধার পিল্লাই মাইক্রোব্লগিং সাইট এক্সে লেখেন, ‘আমরণ’ সিনেমা বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপি আয় করেছে।   

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, প্রচারের খরচসহ ‘আমরণ’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৩০ কোটি রুপি। মুক্তির আগেই এটি আয় করে ৬৫ কোটি রুপি।

২০১৪ সালে কাশ্মীরের কাজীপাথারি গ্রামে অপারেশন পরিচালনা করে ভারত। এটি ‘কাজীপাথারি অপারেশন’ নামে পরিচিত। এতে মেজর মুকুন্দ ভারদারাজনের বীরত্বপূর্ণ ভূমিকা নিয়ে নির্মিত হয়েছে ‘আমরণ’ সিনেমা। এতে মেজরের চরিত্র রূপায়ন করেছেন শিবাকার্তিকেয়ান। তার স্ত্রী চরিত্র রূপায়ন করেছেন সাই পল্লবী।

তেলেগু ভাষার ‘থান্ডেল’, হিন্দি ভাষার ‘রামায়ণ’ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ রয়েছে সাই পল্লবীর হাতে। ‘রামায়ণ’ সিনেমায় সীতা চরিত্র রূপায়ন করছেন সাই পল্লবী। তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। এসব সিনেমা ২০২৫ সালে মুক্তির কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়