প্রেক্ষাগৃহে আসছে ‘দায়মুক্তি’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সামিয়া নাহি, সাইমন সাদিক, সুস্মি রহমান (বাঁ থেকে)
সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দায়মুক্তি’ সিনেমা। এটি পরিচালনা করেছেন পরিচালক বদিউল আলম খোকন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক, সুস্মি রহমান ও সামিয়া নাহি।
এরই মধ্যে সিনেমাটির নির্মাণ কাজ শেষ করেছেন নির্মাতারা। আগামী ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক জসীম উদ্দিন।
সামিয়া নাহি
বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘দায়মুক্তি’ সিনেমার কাহিনি। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— আবুল হায়াত, দিলারা জামান, সূচরিতা, সুব্রত প্রমুখ।
‘দায়মুক্তি’ সিনেমায় মনিরুজ্জামান মনিরের লেখা ও আলী আকরাম শুভর সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন মনির খান। গানটি জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের লিপে দর্শক উপভোগ করবেন।
২০১৭ সালে সরকারি অনুদান পায় সিনেমাটি। এরপর দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ হয়।
ঢাকা/রাহাত/শান্ত