ঢাকা     শনিবার   ১৫ মার্চ ২০২৫ ||  চৈত্র ২ ১৪৩১

সাদিয়া আফরিনের ‘ভালোবাসার জলছবি’

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫  
সাদিয়া আফরিনের ‘ভালোবাসার জলছবি’

সাদিয়া আফরিন

২০১১ সালে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন সাদিয়া আফরিন। ‘ডেয়ারিং লাভার’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে চলচ্চিত্রে পা রাখেন।

পিরোজপুরের মেয়ে সাদিয়া আফরিন নাটকের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ দিন ধরে সিনেমায় কাজ করছেন না। এবার একুশে গ্রন্থমেলায় তার লেখা বই প্রকাশিত হয়। মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত ‘ভালোবাসার জলছবি’ তার লেখা প্রথম উপন্যাস। ২০ নং প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে বলে জানান সাদিয়া।

সাদিয়া আফরিন বলেন, “প্রথম সব কিছুর সঙ্গেই আমাদের আবেগের সূক্ষ্ম একটা সুতো জড়িয়ে থাকে। অনুভূতির সেই সুর স্পর্শ করুক আমার লেখনীকে, ছুঁয়ে যাক পাঠকের মন। পেশাগত জীবনে আমি অভিনয়শিল্পী। এই জীবন সহজাতভাবেই স্বাভাবিকের চেয়ে একটু বেশি স্পর্শকাতর। অভিনয়ের সুবাদে এক জীবনে অনেক জীবন দেখার সুযোগ হয়েছে। আর সেইসব জীবন পর্যবেক্ষণ আমার লেখায় প্রতিনিয়ত রসদ যোগিয়েছে।”

আশা ব্যক্ত করে সাদিয়া আফরিন বলেন, “অন্তরালের ‘অ’ দেখাকে নিয়েই আমার এই উপন্যাস। আশা করছি, বইটি পাঠকের ভাবনার খোরাক যোগাবে। পাঠকের উৎসাহ পেলে নিয়মিতই লেখালেখি চালিয়ে যেতে চাই।”

ঢাকা/রাহাত/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়