জ্যোতির চমৎকার গায়কি মুগ্ধ করেছে: আসিফ

জ্যোতির সঙ্গে আসিফ
বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত তারকা আসিফ আকবর। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা গানে আধিপত্য বিস্তার করে চলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে আসিফকে বরারবই দেখা গেছে নতুন শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে গান করতে। তার সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়ে অনেক নারী শিল্পী পেয়েছেন যশ-খ্যাতি।
এবার আসিফ আকবর জুটি বাঁধলেন নতুন শিল্পী জ্যোতির সঙ্গে। কুমিল্লার মেয়ে জ্যোতি ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। ‘তুমি শুধু তোমারই মতো’ শিরোনামের গানটি রচনা করেছেন মেহেদী হাসান লিমন। সুর করেছেন নাজির মাহমুদ। আর সংগীতায়োজন করেন মুশফিক লিটু।
গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। এতে জ্যোতির সঙ্গে মডেল হয়েছেন তারেক জামান। ভিডিওতে আসিফ আকবরের উপস্থিতিও রয়েছে।
নতুন সংগীতশিল্পী ও গান সম্পর্কে আসিফ আকবর বলেন, “জ্যোতি আমার কুমিল্লার মেয়ে। ওখান থেকেই জানাশোনা। অসম্ভব মেধাবী সে। একইসঙ্গে নাচ, গান ও অভিনয়ে পারদর্শী। ওর চমৎকার গায়কি আমাকে মুগ্ধ করে। আমার বিশ্বাস ও একদিন বাংলা সংগীতের আকাশে জ্বলজ্বলে তারা হবে।”
আসিফ আকবরের সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত জ্যোতি। তার ভাষায়, “নতুন হিসেবে বাংলা গানের যুবরাজের সঙ্গে এত চমৎকার গান করতে পারা আমার কাছে স্বপ্ন এবং সৌভাগ্যের। যার গান শুনে বেড়ে ওঠা, তার সঙ্গেই গান করা অন্তহীন আনন্দের। তবে এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই গুণীজন। আশা করছি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।”
রেট্রো মিউজিকের ব্যানারে নির্মিত গানটি মুক্তি পেয়েছে আসিফ আকবরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
ঢাকা/রাহাত/শান্ত