ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘দাগি’র বিশেষ প্রদর্শনীতে প্রতিবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ৮ এপ্রিল ২০২৫  
‘দাগি’র বিশেষ প্রদর্শনীতে প্রতিবাদ

‘দাগি’ সিনেমার প্রদর্শনীর আগে ১ মিনিট নীরবতা পালন করেন দর্শকরা

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পর আলোচনায় উঠে এসেছে ‘দাগি’ সিনেমা। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা।

সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আগে প্রেক্ষাগৃহে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে মৌন প্রতিবাদ জানান দর্শকরা। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে এ প্রতিবাদ জানান সিনেমাটির প্রযোজক-পরিচালক ও শিল্পী-কলাকুশলীরা।

আরো পড়ুন:

সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর কুর্মিটোলার স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ দিন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ডাকা হয় ‘গ্লোবাল স্ট্রাইক’। এতে সমর্থন জানান দেশের সাধারণ মানুষও। পূর্ব পরিকল্পিত হওয়ায় একই দিনে অনুষ্ঠিত হয় ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনী। শিল্পীসমাজের একাংশ সেই প্রতিবাদে একাত্ম হন। 

বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ‘দাগি’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, চলচ্চিত্র পরিচালক শিহাব শাহীন, সাংবাদিক-সাহিত্যিক সাজ্জাদ শরিফ ও আনিসুল হক প্রমুখ। 

অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, আফরান নিশো, তমা মির্জা, সুমন আনোয়ার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, সোহেল মন্ডল, নির্মাতা শরাফ আহমেদ জীবন, রায়হান রাফী, জাহিদ প্রীতম প্রমুখ।

সংগীতশিল্পী সাজিদ সরকার, মাশা ইসলামও সামিল হন প্রতিবাদে। মাশা বলেন, “সবার সঙ্গে বড় পর্দায় নিজের গাওয়া গান দেখতে ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে গানের ব্যবহার। গল্পের সঙ্গে একদম মিলে গেছে।”

‘বরবাদ’ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং নির্মাতা মেহেদী হাসান হৃদয় উপস্থিত ছিলেন ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে। তারা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেন। নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ‌“খুবই সুন্দর গল্প এবং নির্মাণের সিনেমা ‘দাগি’। শিহাব শাহীন ভাই এবং আফরান নিশো ভাইকে নিয়ে আমার কিছু বলার নাই। আমি সিনেমাটা খুব উপভোগ করেছি।”

প্রযোজক শাহরিন আক্তার সুমিও সিনেমাটি দেখে তার মুগ্ধতার কথা জানান। তিনি বলেন, “চমৎকার নির্মাণের সিনেমা ‘দাগি’।”

রাজধানীর স্টার সিনেপ্লেক্সসহ দেশের আরো কিছু প্রেক্ষাগৃহে চলছে ‘দাগি’। মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ লক্ষ্য করা যায়। দর্শকদের এই ভালোলাগা আশা জাগাচ্ছে প্রযোজকদের। বিশেষ প্রদর্শনীতে আরও নতুন কিছু দেওয়ার আশ্বাস দেন এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়