ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্বীপে কেন বাড়ি কিনলেন সাইফ?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ২৩ এপ্রিল ২০২৫   আপডেট: ১৩:২৫, ২৩ এপ্রিল ২০২৫
দ্বীপে কেন বাড়ি কিনলেন সাইফ?

সাইফ আলী খান

কয়েক মাস আগে হামলার শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। এ ঘটনার পর নিজের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেন। এরই মধ্যে কাতারের দ্বীপে বাড়ি কিনে আলোচনার জন্ম দিয়েছেন। প্রশ্ন উঠেছে, নিজের নিরাপত্তার জন্যই কী বিদেশে বাড়ি কিনলেন পতৌদির নবাব? 

কাতারের দোহার দ্য সেন্ট রেজিস মার্সা অ্যারাবিয়া আইল্যান্ডে বাড়ি কিনেছেন সাইফ আলী খান। এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এ বিষয় তিনি বলেন, “আমি যখন দ্বিতীয় বাড়ি কেনা বা ছুটি কাটানোর কথা ভাবি, তখন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নজর রাখি। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো নিরাপত্তা। আমি শুটিংয়ের জন্য সেখানে গিয়েছিলাম। সুন্দর নির্জন একটা দ্বীপ। জায়গাটা এতটাই মনে ধরেছিল যে, ভেবেছিলাম যদি কোনো দিন এমন একটা জায়গায় থাকতে পারি!” 

আরো পড়ুন:

দ্বীপে বাড়ি কেনার কারণ ব্যাখ্যা করে সাইফ আলী খান বলেন, “বাড়িটি খুব বেশি দূরে নয়, সহজেই সেখানে যাওয়া যায়। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি খুব নিরাপদ এবং সেখানে থাকতে খুব ভালো লাগে। দ্বীপের মধ্যে দ্বীপের ধারণাটিও খুব বিলাসবহুল, সুন্দর এবং বসবাসের জন্য সত্যিই চমৎকার জায়গা।” 

খানিকটা ব্যাখ্যা করে সাইফ আলী খান বলেন, “আপনি যখন সেখানে বসবাস করবেন, তখন আপনার বেশ কিছু অনুভূতি হবে। যেমন— সেখানকার দৃশ্য, খাবার, জীবনযাপনের ধরন, জীবনযাত্রার গতি ইত্যাদি। আর এসবই বাড়িটি কেনার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।”

ব্যক্তিগত জীবনে কারিনা কাপুর খানের সঙ্গে ঘর বেঁধেছেন সাইফ আলী খান। এ সংসারে দুটো পুত্রসন্তান রয়েছে। স্ত্রী-সন্তানদের নিয়ে সেখানে ঘুরতে যাওয়ার জন্য মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন সাইফ।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়