ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কথা বলতে সমস্যা, কানেও কম শুনেন সাইফপুত্র ইব্রাহিম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১২ মে ২০২৫   আপডেট: ১৮:২৬, ১২ মে ২০২৫
কথা বলতে সমস্যা, কানেও কম শুনেন সাইফপুত্র ইব্রাহিম

ইব্রাহিম আলী খান

সাইফ আলী খান ও অমৃতার পুত্র ইব্রাহিম আলী খান। মেয়ের পর বাবা-মায়ের পথ ধরে বলিউডে নাম লেখিয়েছেন তিনি। কয়েক মাস আগে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা। যদিও তার প্রথম সিনেমা নিয়ে তুমুল বিদ্রূপ, কটাক্ষের শিকার হয়েছেন। এবার জীবনের অজানা অধ্যায় প্রকাশ্যে আনলেন সাইফ পুত্র। জানালেন, ছোটবেলা থেকেই কানে শোনার সমস্যা রয়েছে তার।

জিকিউ-কে সাক্ষাৎকার দিয়েছেন ইব্রাহিম আলী খান। এ আলাপচারিতায় পড়াশোনা, ক্যারিয়ারসহ নানা বিষয়ে কথা বলেন। ইংল্যান্ডে পড়াশোনা করেছেন ২৪ বছরের ইব্রাহিম। শ্রবণ শক্তি কম ও কথা বলার সমস্যা থাকার কারণে সেখানেও বাড়তি সংগ্রাম করতে হয়েছে তাকে।

আরো পড়ুন:

এ বিষয়ে ইব্রাহিম আলী খান বলেন, “একজন ভারতীয় হিসেবে সেখানে নিজেকে মানিয়ে নেওয়া কঠিন ছিল। তবে আমার জীবনের সেরা চার বছর সেখানে কাটিয়েছি। খেলাধুলা করতাম, নতুন বন্ধু পেয়েছি, অনেক কিছু শিখেছি। তখন আমার কথা বলার সমস্যা আরো বেশি প্রকট ছিল, তার মধ্যে নতুন জায়গা।”

বিস্তারিত জানিয়ে ইব্রাহিম আলী খান বলেন, “জন্মের পরপরই আমার জন্ডিস হয়। বিষয়টি গুরুতর ছিল। আর এটা আমার ব্রেনকে ক্ষতি করে। আমি শ্রবণ শক্তি কিছুটা হারিয়ে ফেলি। শুধু তাই নয়, আমার কথা বলার উপরেও প্রভাব পড়ে।”

এই সমস্যা কাটিয়ে উঠার আপ্রাণ চেষ্টা করছেন ইব্রাহিম। তা জানিয়ে এই অভিনেতা বলেন, “ছোটবেলা থেকেই কথা বলা নিয়ে কাজ করছি। কীভাবে এর উন্নয়ন করা যায় সেটার চেষ্টা করছি। থেরাপিস্ট, কোচদের সাহায্য নিয়েছি। এখনো পুরোটা ঠিক হয়নি। কিন্তু এটা ঠিক করার জন্য চেষ্টা করছি।”

‘রকি আউর রানি কী প্রেম কাহানি’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন ইব্রাহিম আলী খান। গত ৭ মার্চ ‘নাদানিয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেতা হিসেবে পা রাখেন। যদিও প্রশংসার পরিবর্তে কটুক্তি কুড়িয়েছেন এই তারকা পুত্র। করণ জোহরের ‘শারজামিন’ সিনেমায় দেখা যাবে ইব্রাহিমকে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়