ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কানের লাল গালিচা: সাজসজ্জায় উর্বশীর ব্যয় প্রায় ২ হাজার কোটি টাকা!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ১৯ মে ২০২৫   আপডেট: ০৯:২৮, ১৯ মে ২০২৫
কানের লাল গালিচা: সাজসজ্জায় উর্বশীর ব্যয় প্রায় ২ হাজার কোটি টাকা!

ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব। গত ১৩ মে এ উৎসবের ৭৮তম আসরের পর্দা উঠেছে। বরাবরের মতো এবারের আসরেও আবেদনময়ী লুকে রূপের দ্যুতি ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

কানের লাল গালিচায় উর্বশীর হাঁটার ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তাতে দেখা যায়, উর্বশীর পরনে অফ শোল্ডার গাউন। চোখে নীল আইশ্যাডো। মাথায় ক্রিস্টালের হেয়ারব্যান্ড। কানে মানানসই দুল। তবে সবচেয়ে বেশি চোখে পড়েছে অভিনেত্রী চড়া মেকআপ। এবার উর্বশীর সঙ্গে মূল্যবান একটি টিয়া পাখিও ছিল।

কানের লাল গালিচায় যে গাউন, জুয়েলস, অ্যাকসেসরিস ব্যবহার করেছেন উর্বশী রাউতেলা; এসবের মোট মূল্য ১৫৫.৮৬ মিলিয়ন মার্কিন ডলার (১ হাজার ৮৯৯ কোটি ৬২ লাখ টাকা)। চলুন জেনে নিই, কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে—

গাউন: উর্বশীর পরনের গাউনটি তৈরি করতে খরচ হয়ছে ৪.৮৪ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৮ কোটি ৯৯ লাখ টাকার বেশি)

রত্ন: মুসাইফ রেড, ওপেনহাইমার ব্লু, ড্রেসডেন গ্রিন এবং টিফানি ইয়েলোর মতো অতি-বিরল হীরা ব্যবহার করেন উর্বশী। যার মূল্য প্রায় ১৫১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৮৪০ কোটি ৩৮ লাখ টাকার বেশি)।

ক্লাচ: কৃত্রিম একটি টিয়া পাখি নিয়ে লাল গালিচায় হাজির হন উর্বশী। লাল হীরা খচিত জুডিথ লিবার স্কারলেট প্যারট ক্লাচটির মূল্য ৫ হাজার ৪৯৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৬৭ হাজার টাকার বেশি)।

৬ মাসে তৈরি, পরতে সময় লাগে ৭ ঘণ্টা
উর্বশীর পরনের গাইনের নাম— মাইকেল সিনকো। এটি বিশেষভাবে তৈরি করা হয়। গাউনটিতে মেক্সিকান শিল্পের একটি জটিল মোজাইক ব্যবহার করা হয়েছে; যা তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক অনুপ্রেরণা এবং কারুশিল্পের পরিচিতি। গাউনটি তৈরি করতে সময় লেগেছে ৬ মাস। মজার ব্যাপার হলো— উর্বশী রেড কার্পেটে হাঁটার আগে গাউনটি নিখুঁতভাবে পরতে ৭ ঘণ্টা সময় লেগেছিল।

উর্বশী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাকু মহারাজ’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার এই সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেন উর্বশী রাউতেলা। সিনেমাটির ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানে নেচে বিতর্কের মুখে পড়েন তিনি। তবে বক্স অফিসে বেশ সাড়া ফেলে সিনেমাটি।

এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর দখলে। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

তথ্যসূত্র: সিয়াসাত ডটকম

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়