ঢাকা     শুক্রবার   ১৩ জুন ২০২৫ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩২

মুক্তির পর ফারিয়ার পোস্ট, দিলেন অসুস্থতার বার্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২০ মে ২০২৫   আপডেট: ১৬:৪৭, ২০ মে ২০২৫
মুক্তির পর ফারিয়ার পোস্ট, দিলেন অসুস্থতার বার্তা

নুসরাত ফারিয়া

কারাগার থেকে মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়া। পাশাপাশি শারীরিক অসুস্থতার কথাও জানান এই নায়িকা।

মঙ্গলবার (২০ মে) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন নুসরাত ফারিয়া। তাতে এ অভিনেত্রী লেখেন, “সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যারা আমার পাশে ছিলেন। শারীরিকভাবে অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।”

স্ট্যাটাসটি দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্য করে শুভকামনা জানিয়েছেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন।  

আরো পড়ুন:

গত ১৮ মে দুপুরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।  

মঙ্গলবার (২০ মে) নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন আদালত। আজ বিকেলে ৩টা ২৮ মিনিটে কারাগার থেকে মুক্তি পান এই অভিনেত্রী।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়