ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিজেকে দীপিকার প্রেমিক দাবি করে আলোচনায় মুজম্মেল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ৯ জুন ২০২৫   আপডেট: ১০:১৪, ৯ জুন ২০২৫
নিজেকে দীপিকার প্রেমিক দাবি করে আলোচনায় মুজম্মেল

দীপিকা পাড়ুকোন, মুজম্মেল ইব্রাহিম

বলিউডের ‘মস্তানি গার্ল’- খ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একাধিক প্রেম করেছেন। বলিউডের এক রণবীরের সঙ্গে প্রেমে ব্যর্থ হয়ে ঘর বেঁধেছেন আরেক রণবীরের সঙ্গে। রণবীর সিংয়ের ঘরণী এখন এক কন্যার মা। বলিউডের নামী এই অভিনেত্রী নাকি ক্যারিয়ারের শুরুতে এক মুসলিম যুবকের প্রেমে পড়েছিলেন। 

দীপিকার প্রেমিক ছিলেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন মডেল, অভিনেতা মুজম্মেল ইব্রাহিম। ওই সাক্ষাৎকারে দীপিকার সঙ্গে তার প্রেম কাহিনীর নানা গল্পও বলেছেন মুজম্মেল। এও জানিয়েছেন যে, তিনি এখনও ভালোবাসেন দীপিকাকে।

আরো পড়ুন:

মুজম্মেলের দাবি,দীপিকা যখন প্রথম মুম্বাইতে এসেছিলেন, তখন অভিনেত্রী তার সঙ্গেই ‘ডেট’ করেছিলেন। দীপিকার সঙ্গে তার প্রকৃত প্রেমের সম্পর্ক ছিল। নায়িকাই নাকি মুজম্মেলকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। 

মুজম্মেল বলেন, ‘‘মুম্বাইয়ের বৃষ্টিতে অটোরিকশায় দুইজনে ঘুরতাম। একে অপরের সঙ্গে সময় কাটাতাম।’’
এই মডেল এবং অভিনেতা আরও বলেন, ‘‘একবার আমি অটোরিকশার চালককে অনুরোধ করি যে দীপিকার পছন্দের গান বাজানোর জন্য। সেই চালক দেড় ঘণ্টা ধরে গান বাজিয়েছিলেন। দীপিকা সেদিন দারুণ খুশি হয়েছিল।’’

মুজম্মেল ইব্রাহিমের দাবি, যে সময় তাদের প্রেম হয়েছিলো সে সময় দীপিকা ছিলেন উঠতি মডেল আর তিনি ছিলেন প্রতিষ্ঠিত মডেল। দুজনের এক ফ্যাশন শোতে প্রথম দেখা হয়েছিলো। এরপর  বন্ধুত্ব হয়েছিল। গ্ল্যাড্রাগসের মতো শোতে আমি অংশগ্রহণ করেছিলেন তারা। আর সেই শোর মাধ্যমে মুজম্মেল জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপরে দীপিকার নজরে পড়েছিলেন তিনি। দুই বছর সম্পর্ক ছিল তাদের। এরপর তাদের প্রেমে ভাঙন ধরেছিল।

ব্রেকআপের প্রসঙ্গে এই মডেল বলেন, ‘‘ব্রেকআপের পরে আমরা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ রেখেছিলাম। কিন্তু পরে দুজনে আবার কথা বলতে শুরু করি। এরপর একে অপরের সফলতাকে সব সময় অভিনন্দন জানাতাম।’ ’

মুজম্মেল জানান, তিনি দীপিকাকে নিয়ে তিনি রীতিমতো গর্ববোধ করেন। তিনি বলেন, ‘‘দীপিকা এখন এক সুপারস্টার। ওকে দেখে গর্ব হয়।’’

মুজম্মেল এখন দীপিকার কাজের ভক্ত বলে দাবি করেন। এই সাক্ষাৎকার প্রদানের পর থেকে বলিউডে মুজম্মেল ইব্রাহিমকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। 

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়