ঢাকা     মঙ্গলবার   ১৭ জুন ২০২৫ ||  আষাঢ় ৩ ১৪৩২

স্ট্রিট ফুড বিক্রি করছেন আমির খান!

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ১০ জুন ২০২৫   আপডেট: ১৭:৩৫, ১০ জুন ২০২৫
স্ট্রিট ফুড বিক্রি করছেন আমির খান!

ব‌লিউডের মিস্টার পার‌ফেকশ‌নিস্ট আমির খান। অ‌ভিনয় ক‌্যা‌রিয়া‌রে ভিন্ন ঘরানার সি‌নেমা যেমন উপহার দি‌য়ে‌ছেন, তেম‌নি সি‌নেমা মু‌ক্তির আগে প্রচা‌রের জন‌্য বি‌চিত্র কৌশল অবলম্বন ক‌রে‌ছেন।

আমির খান অ‌ভিনীত সিতা‌রে জ‌মিন পার সি‌নেমা ২০ জুন মু‌ক্তি পা‌বে। সি‌নেমা‌টির বি‌শেষ প্রদর্শনীর এক‌দিন পর স্ট্রিট ফুড বি‌ক্রি কর‌তে দেখা গেল এই অ‌ভি‌নেতা‌কে। এ মুহূ‌র্তের বেশ ক‌টি ভি‌ডিও ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে অন্তর্জা‌লে।

ভি‌ডিও‌তে দেখা যায়, মুম্বাইয়ের রাস্তায় স্থানীয় এক বিক্রেতাকে সঙ্গে নিয়ে বিখ্যাত সুস্বাদু বড়া পাভ তৈরি করছেন অভিনেতা আমির খান। আর এ অ‌ভি‌নেতা‌কে ঘি‌রে রে‌খে‌ছেন উৎসুক জনতা। আমি‌রের এই কাণ্ড দে‌খে নানা ধর‌নের মন্তব‌্য কর‌ছেন নে‌টি‌জেনরা।

আরো পড়ুন:

কেউ কেউ বলছেন, এতগুলো সি‌নেমা পরপর ফ্লপ করায় পেশা বদলে ফেললেন আমির! অনেক ভক্ত ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তার প্রচারমূলক কৌশল সম্পর্কে উদ্ভট মন্তব্য করেছেন। এক ভক্ত লিখেছেন, আমির খা‌নের প্রচা‌রের কৌশল‌কে কেউ হারাতে পারবে না। আরেকজন লে‌খে‌ছেন, সিনেমা মুক্তির আগে এটা বাধ্যতামূলক।

আমির খান পরিচালিত ও অভিনীত আলোচিত সিনেমা ‘তারে জমিন পার’। ২০০৭ সালে এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এ সিনেমার সিক্যুয়েল-সিতারে জমিন পার। এর মাধ্যমে রুপা‌লি পর্দায় ফিরেছেন আমির। 

আমির খা‌নের সহশিল্পী হিসেবে রয়েছেন জেনেলিয়া ডিসুজা। সি‌নেমা‌টি‌তে ১০ জন নতুন মুখ র‌য়ে‌ছেন। তারা হলেন- আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর।

অভিনয়ের পাশাপাশি সি‌নেমা‌টি প্রযোজনাও করছেন আমির খান। এটি পরিচালনা করেছেন আর. এস. প্রসন্ন।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়