ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মঞ্চে ফিরছে ‘পাইচো চোরের কিচ্ছা’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১৫ জুন ২০২৫  
মঞ্চে ফিরছে ‘পাইচো চোরের কিচ্ছা’

‘পাইচো চোরের কিচ্ছা’ নাটকের দৃশ্য

বাংলার লোকগাথা আর আদি নাট্যরীতির এক অনন্য সম্মিলন ‘পাইচো চোরের কিচ্ছা’। দীর্ঘ বিরতির পর আবারো মঞ্চে আসছে নাটকটি। খুলনা অঞ্চলের জনপ্রিয় লোককাহিনি অবলম্বনে নির্মিত এই নাটক ১৬ জুন, সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে।

ঢাকা পদাতিকের ৩৫তম প্রযোজনা হিসেবে ‘পাইচো চোরের কিচ্ছা’ আবার দর্শকদের সামনে তুলে ধরবে বাংলার মাটির গন্ধমাখা কাহিনি, লোকজ রীতি এবং ঐতিহ্যবাহী অভিনয়শৈলী। নাট্যরূপ ও নির্দেশনায় আছেন কাজী চপল, যিনি শেকড়ের সঙ্গে যুক্ত এক সরস উপস্থাপনা উপহার দিতে প্রস্তুত।

আরো পড়ুন:

নাটকের মূল চরিত্র পাইচো চোর—চতুর, চটপটে এবং বুদ্ধিমান এক লোক, যে রাজপ্রাসাদে ঢুকে চুরি করে রাজকন্যা! তবে গল্পটা শুধু চুরির নয়, বরং চুরির আড়ালে সমাজ, রাজনীতি ও ক্ষমতার গল্প। একজন কথক সমগ্র কাহিনি বর্ণনার ছলে দর্শকদের ঘুরিয়ে আনেন এক রঙিন লোকজ জগতে, যেখানে পাইচো চোর নিজেই হয়ে ওঠে বীর, প্রতারক আর প্রতিচ্ছবি।

নাটকটিতে অভিনয় করেছেন—কাজী শিলা, শ্যামল হাসান, সালাউদ্দিন রাহাত, কিরণ জাকারিয়া, কাজী সম্রাট, আলামিন স্বপন, সুমন ঘোষ, জয়া, সজল, সিরাজুম মনিরা ইকরা, মীর ফারজানা আক্তার নীপা, বর্ণালী আহমেদ সেতু, চন্দ্রিমা মল্লিক তন্দ্রা, কবির বাউল, শংকর কুমার মন্ডল প্রমুখ।

লোকজ সুর, হাস্যরস, নাট্যগম্ভীরতা ও নাট্যব্যঞ্জনায় ভরপুর এই নাটক মঞ্চে আবারো প্রমাণ করতে চায়—বাংলার মাটির গল্প কখনো পুরোনো হয় না, বরং বারবার ফিরে আসে নতুন গন্ধ মেখে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়