চিত্রনায়িকা দীঘির মাসে ইনকাম কত জানেন?
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রার্থনা ফারদিন দীঘি
‘যখন মনে হবে আমার ক্যারিয়ারে সব অ্যাচিভ করা শেষ তখন বিয়ে করবো’—কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। বিয়ে নিয়ে নাকি আরও দশ পনেরো বছর পরে ভাববেন। আপাতত এই নায়িকা মনোযোগ দিয়ে কাজ করতে চান। কিছুদিন আগে একটি ভিডিও সাক্ষাৎকারে তাকে এমনটাই বলতে শোনা গেছে।
দীঘির মাসিক ইনকাম
ওই সাক্ষাৎকারে দীঘি বলেন, ‘যদি অনেক বেশি কাজ হয় তখন মাসে ৫ লাখের বেশিও ইনকাম হয়। কখনও কখনও ৭ লাখও হয়। সর্বনিম্ন এক থেকে দেড় লাখ ইনকাম হয় বলে জানিয়েছেন দীঘি।’
দীঘিকে তার মামার সঙ্গে টিকটক করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘টু বি অনেস্ট মামা কিছুই হতে চান না। হয়েছে কি— আমি প্রথম প্রথম যখন নায়িকা হয়েছি তখন বাবা আমার সঙ্গে সব জায়গায় যেত। দেখা যেত বাবা আজকে যেতে পারছে না, তখন বাবা আমার মামাকে ফোন করে দিতো। বলতো, তুমি একটু ওর সাথে যাও।’
দীঘি আরও বলেন, ‘‘আমার তো ছোটবেলায় ফোন ছিল না। মামার ফোনে আমি প্রথম টিকটক ডাউনলোড করি। তখন আমি মামাকে জোড় করে নিয়ে আসতাম টিকটক করার জন্য। তখন দেখা গেলো, মানুষ এগুলো দেখছে। তখন মামা এটাকে ফান হিসেবে নিয়েছে। মামাকে নিয়ে আর যেটা বলবো, মানুষ অ্যাসিসটেন্ট ক্যারি করে আর আমি আমার গার্ডিয়ানকে সাথে নিয়ে ঘুরি।’’
ঢাকা/লিপি