ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দীঘিকে হোটেল বয়ের চিঠি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ১৪ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩৯, ১৪ নভেম্বর ২০২৫
দীঘিকে হোটেল বয়ের চিঠি

প্রার্থনা ফারদিন দীঘি

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। দূর দেশে হোটেল বয়ের চিঠি পেয়ে মুগ্ধতা প্রকাশ করলেন এই অভিনেত্রী।  

দীঘি বর্তমানে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন। সেখান থেকে একটি চিঠির ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই অভিনেত্রী। তাতে লেখা—“আপু, আপনার সাথে দেখা করতে পারব?” নিচের অংশে ইংরেজি হরফে লেখো, “রুম অ্যাটেনডেন্ট।” 

আরো পড়ুন:

এ চিঠির ক্যাপশনে দীঘি লেখেন, “সকালবেলা হোটেল থেকে বের হওয়ার সময় রিসেপশনে বলে গিয়েছিলাম আমার রুমটা যেন ক্লিন করে রাখে। অনেক হাঁটাহাঁটি করে দুই হাত ভর্তি শপিং করে রুমে ঢুকে দেখি আমার রুমে একটা ছোট চিরকুট রাখা। সম্ভবত যে রুম ক্লিন করেছিল, উনি বাঙালি।” 

মুগ্ধতা প্রকাশ করে দীঘি লেখেন, “এই ডিজিটাল আর সোশ্যাল মিডিয়ার যুগে কেউ এইভাবে একটু দেখা করতে চাচ্ছে, ব্যাপারটা খুব মিষ্টি লাগল। এই নোটটার মাধ্যমে আবারো নতুন করে উপলদ্ধি করলাম ভালোবাসা এখনো চিঠিতে বসবাস করে। আর আমার এমন ভক্তদের জন্য এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছি। তাদের এই ভালোবাসাটা আজীবন চলমান থাকুক।” 

দীঘির এই পোস্টে রিঅ্যাক্ট পড়েছে প্রায় সাড়ে ৭ হাজার। মন্তব্য পড়েছে আড়াই শতাধিক। বারিশ হক লেখেন, “অবশ্যই তোমার দেখা করা উচিত।” জোবায়ের লেখেন, “খুব ভালো লাগল।” আলী হোসেন লেখেন, “সুন্দর শিল্পীদের নরম মনের মানুষ হতে হয়।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়