ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে বিশ্ববিখ্যাত ডিজে জাই উলফ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ২০ জুলাই ২০২৫  
কক্সবাজারে বিশ্ববিখ্যাত ডিজে জাই উলফ

জাই উলফ

সজিব সাহা জন্মসূত্রে বাংলাদেশি। কিন্তু তার বেড়ে ওঠা আমেরিকায়। শ্রোতাদের কাছে তিনি পরিচিত জাই উলফ নামে। ‘ইন্ডিয়ান সামার’, ‘স্টারলাইট’, ‘দিস সং রিমাইন্ড মি অব ইউয়ের’ মতো হিট ট্র্যাক বানিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।  

এরই মধ্যে এই শিল্পী কোচেলা, লোলাপালুজার মতো বিশ্বসেরা ফেস্টিভ্যালে তার সাড়া জাগানো পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। তার গ্লোবাল ক্যারিয়ারে প্রথমবার পারফর্ম করবেন বাংলাদেশে।  

আরো পড়ুন:

কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল ২০২৬’। এতে পারফর্ম করবেন তিনি। বাংলাদেশের মাটিতে তার প্রথম লাইভ শো এই উৎসবকে আরো আকর্ষনীয় করে তুলবে বলে মনে করছেন আয়োজক কর্তৃপক্ষ। 

আয়োজকরা বলছেন, আগামী বছরের ২৯-৩১ জানুয়ারি কক্সবাজারের সমুদ্রসৈকতেই বিশ্বমানের পারফরম্যান্স বার্নিং ক্র্যাব ফেস্টিভালের অ্যাডভেঞ্চারাস অ্যাটমোস্ফিয়ার এবং প্রকৃতির মাঝে জাই উলফের ইমোশনাল, মেলোডিক ইডিএম সংগীত শ্রোতাদের নিয়ে যাবে অন্য এক জগতে। 

এই উৎসবের তথ্য সোশ্যাল মিডিয়ার অফিশিয়াল পেজেও জানানো হয়েছে। জাই উলফের বাংলাদেশে আসার খবরে উচ্ছ্বসিত শ্রোতারা। তাদের ভাষ্য—“বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এটি মাইলফলক। আন্তর্জাতিক পর্যায়ের তারকা শিল্পীদের বাংলাদেশে আসা এখনো বিরল। জাই উলফের মতো গ্লোবাল স্টারের আগমন স্থানীয় শিল্পী ও ভক্তদের জন্য বড় প্রেরণা।” 

উৎসব উপলক্ষে কক্সবাজারের সমুদ্রসৈকতে অত্যাশ্চর্য লাইটিং ও ভিজ্যুয়াল ইফেক্টের পুরো অভিজ্ঞতা জাদুকরী হবে! বাংলাদেশি সাউন্ড বা লোকসংগীতের সঙ্গে এক্সপেরিমেন্ট থাকতে পারে বলেও আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়