ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাজাখস্তানে আফরান নিশোর ‘দম’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৬, ১২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০০:২২, ১২ সেপ্টেম্বর ২০২৫
কাজাখস্তানে আফরান নিশোর ‘দম’

কাজাখস্তানে তোলা এমন কয়েকটি ছবি ইন্সটাগ্রাম ও ফেসবুকে পোস্টের হ্যাশটাগে রেদওয়ান রনি লিখেছেন, ‘দমরেকি’ ও ‘কাজাখস্তান’।

অভিনেতা আফরান নিশো বর্তমানে অবস্থান করছেন কাজাখস্তানে। তার সঙ্গে রয়েছেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, তারা সেখানে নতুন চলচ্চিত্র ‘দম’-এর লোকেশন রেকি করতে গেছেন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রেদওয়ান রনি তার ইন্সটাগ্রাম ও ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘দম-এর দম পরীক্ষা’। পোস্টে হ্যাশট্যাগে তিনি লিখেছেন, ‘দমরেকি’ ও ‘কাজাখস্তান’। এতে স্পষ্ট হয়েছে, সিনেমাটির লোকেশন নির্বাচনের কাজ চলছে কাজাখস্তানে।

এর আগে শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব ও জর্ডানের কথা শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত কাজাখস্তানকে বেছে নেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা সংস্থা শোনা যাচ্ছে। নিশোর পোস্ট করা ছবিগুলো দেখে অনুমান করা যায়, সিনেমার শুটিং হবে বেশ চ্যালেঞ্জিং পরিবেশে।

‘দম’-এর মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্র নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, “দম নিয়ে ‘দম’ বানাতে আসছি।”

সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে সার্ভাইভালধর্মী কাহিনির ‘দম’।

সিনেমাটিতে অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। যুক্ত হওয়ার সময় নিশো বলেন, “সিনেমায় পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের সিনেমা আমি আগে দেখিনি।”

অন্যদিকে চঞ্চল চৌধুরী বলছেন, “‘দম’-এর গল্প অসাধারণ। এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি। দর্শক চমকে যাবেন বলে বিশ্বাস করি।”

অবশ্য সিনেমার প্রধান নারী চরিত্রে কাকে দেখা যাবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

এসভিএফ, আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত ‘দম’ মুক্তি পাবে ২০২৬ সালের রোজার ঈদে।

ঢাকা/রাহাত/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়