শিল্পকলায় ‘এস এম সোলায়মান প্রণোদনা’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, নির্দেশক, সংগঠক, অভিনেতা ও সংগীতজ্ঞ এস এম সোলায়মানের জন্ম ও মৃত্যুকে স্মরণ করে প্রতি বছরের মতো এবারো অনুষ্ঠানের আয়োজন করেছে তার নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে মিথস্ক্রিয় আলোচনা এবং ‘এস এম সোলায়মান প্রণোদনা ২০২৫’।
আলোচনা পর্বে অংশ নেবেন নাট্যজন নায়লা আজাদ নূপুর, আজাদ আবুল কালাম, বাকার বকুল ও শামীমা শওকত লাভলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন থিয়েটার আর্ট ইউনিটের ভারপ্রাপ্ত দলপ্রধান সেলিম মাহবুব। পুরো আয়োজনের সমন্বয়ে থাকবেন দলটির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান মিল্লাত।
বাংলাদেশের নবনাট্য আন্দোলনের অন্যতম প্রতিভাধর নাট্যজন এস এম সোলায়মানের জীবন ছিল সংক্ষিপ্ত—মাত্র ৪৮ বছরের। তবে এই স্বল্পজীবনেই তিনি নাটকে সংগীত সংযোজন ও ব্যঙ্গরসাত্মক নাট্যরীতির মাধ্যমে তৈরি করেছিলেন নতুন ধারা। সমকালীন রাজনীতি, গোঁড়ামি ও স্বৈরতান্ত্রিকতাকে তিনি বিদ্রূপ করেছেন রাজনৈতিক স্যাটায়ারের শক্তিশালী ভাষায়।
প্রায় ৩০টির মতো নাটক রচনা ও রূপান্তর করেছেন, নির্দেশনা দিয়েছেন তারও বেশি। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে—‘খ্যাপা পাগলার প্যাচাল, ‘ইঙ্গিত’, ‘গণি মিয়া একদিন’, ‘আহ্ কমরেড’, ‘ইলেকশন ক্যারিকেচার’, ‘এই দেশে এই বেশে’, ‘কোর্ট মার্শাল’, ‘বার্থ ফ্যান্টাসি’, ‘গোলাপজান’, ‘আমিনা সুন্দরী’ ইত্যাদি।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাচিত সেক্রেটারি জেনারেল হিসেবে তিনি দুই দফায় দায়িত্ব পালন করেছেন। আর তার নির্দেশিত ‘আমিনা সুন্দরী’ নাটকটি আমেরিকার ব্রডওয়েতে প্রথম বাংলা নাটক হিসেবে মঞ্চায়নের গৌরব অর্জন করে।
ঢাকা/রাহাত/শান্ত