ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করুর ট্র্যাজেডির পর বিজয়কে নিয়ে যা বললেন কাজল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ৭ অক্টোবর ২০২৫   আপডেট: ০৮:১৮, ৭ অক্টোবর ২০২৫
করুর ট্র্যাজেডির পর বিজয়কে নিয়ে যা বললেন কাজল

দক্ষিণী সিনেমার অভিনেতা ও তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট থালাপাতি বিজয়। গত ২৭ সেপ্টেম্বর, তামিল নাড়ুর করুরে তার রাজনৈতিক দলের জনসভা ছিল। সেখানে পদদলিত হয়ে ৪১ জন মারা গেছেন। এ নিয়ে তোলপাড় চলছে ভারতের রাজনৈতিক অঙ্গনে; ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আলোচনা কম হয়নি।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। থালাপাতি বিজয়ের সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। সহশিল্পীর জনসভায় পদদলিত হয়ে এত মানুষের মৃত্যু প্রসঙ্গে মন্তব্য জানতে চাওয়া হয় কাজলের কাছে। 
 
মূলত, চেন্নাইয়ে একটি জুয়েলারি দোকান উদ্বোধনে অংশ নেন কাজল আগারওয়াল। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। সেখানে বিজয়ের জনসমাবেশকে কেন্দ্র করে করুরে ঘটে যাওয়া ট্র্যাজেডি সম্পর্কে জানতে চাওয়া হয় কাজলের কাছে। জবাবে এ অভিনেত্রী বলেন, “সকলেরই সাবধান হওয়া উচিত। আমি রাজনীতি নিয়ে মন্তব্য করব না। এটা অন্য একটি প্ল্যাটফর্ম।” 

আরো পড়ুন:

বিজয় সম্পর্কে জানতে চাইলে কাজল আগরওয়াল বলেন, “আমি বিজয়ের সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছি। ব্যক্তিগতভাবে আমি তার বড় ভক্ত।”

কয়েক বছর আগে সর্বশেষ তামিল ভাষার সিনেমায় অভিনয় করেন কাজল। ভবিষ্যতে তামিল সিনেমায় কাজ করবেন কি না, জানতে চাইলে কাজল বলেন, “আমি খুব শিগগির অভিনয় করব।” 

বলিউড ও তামিল সিনেমার পার্থক্য নিয়ে প্রশ্ন করা হলে কাজল বলেন, “খুব বেশি পার্থক্য নেই। দুই ইন্ডাস্ট্রিই খুবই সৃজনশীল ও পেশাদার। তামিল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছি, এটি আমাকে বিশেষ জায়গা দিয়েছে।”

গত মাসের মাঝামাঝি সময়ে গুঞ্জন চাউর হয়, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কাজল আগরওয়াল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোরালো চর্চা হয়। এসব গুজব কীভাবে দেখেন? এ প্রশ্নের উত্তরে কাজল বলেন, “আমি গুজবে মনোযোগ দিতে চাই না।”

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়