ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জন্মদিনের প্রথম প্রহরে ছেলের সঙ্গে কেক কাটালেন অপু বিশ্বাস

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ১১ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:৫৪, ১১ অক্টোবর ২০২৫
জন্মদিনের প্রথম প্রহরে ছেলের সঙ্গে কেক কাটালেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের আজ জন্মদিন। বিশেষ এই দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যম ছেয়ে যায় ভক্তদের উচ্ছ্বাসে। অনুরাগী ও সহশিল্পীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন অপুর টাইমলাইন। তবে জন্মদিনের সবচেয়ে মধুর মুহূর্তটি আসে মধ্যরাতে— যখন একমাত্র ছেলে আব্রাম খান জয় কেক কেটে মাকে শুভেচ্ছা জানায়।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন অপু বিশ্বাস। সেখানে দেখা যায়, বেগুনি রঙের জন্মদিনের একটি কেকের সামনে বসে আছেন মা-ছেলে। ছোট্ট জয় মিষ্টি কণ্ঠে বলে ওঠে, “মম? হ্যাপি বার্থডে!”— এরপর শুরু হয় কেক কাটার আয়োজন।

ভিডিওর এক মজার মুহূর্তে দেখা যায়, জয় বারবার চেষ্টা করেও কেকের মোমবাতি ফুঁ দিয়ে নিভাতে পারছিল না। শেষে অপু নিজেই ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে দেন, হেসে বলেন, “চলো এবার কেক কাটি!” মা-ছেলে একসঙ্গে কেক কেটে একে অপরকে খাইয়ে দেন— আনন্দে মুখর হয়ে ওঠে দৃশ্যটি।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে মুহূর্তেই। ভক্ত থেকে শুরু করে সহকর্মী তারকারাও শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর।

প্রসঙ্গত, অপু বিশ্বাসের জন্ম ১৯৮৯ সালের ১১ অক্টোবর, বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এসকে লেনে। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন ফটোশুট, স্টেজ পারফরম্যান্স ও বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে।

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন—বিশেষ করে প্রাক্তন স্বামী শাকিব খান ও ছেলে জয়কে ঘিরেও প্রায়ই আলোচনায় আসেন এই নায়িকা।

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়