ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ট্রোক করে হাসপাতালে শাহনেওয়াজ কাকলী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ১৫ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:০২, ১৫ অক্টোবর ২০২৫
স্ট্রোক করে হাসপাতালে শাহনেওয়াজ কাকলী

চলচ্চিত্র পরিচালক শাহনেওয়াজ কাকলী

অসুস্থ হয়ে পড়ায় চলচ্চিত্র পরিচালক শাহনেওয়াজ কাকলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন চিকৎসকরা।

আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন শাহনেওয়াজ কাকলী। এসবের চিকিৎসাও চলছিল। গত রবিবার সকালে হঠাৎ অসুস্থ বোধ করেন। হাত-পা ঝিমঝিম করছিল, খেতে পারছিলেন না। সময় যতই গড়াতে থাকে, তার অস্বস্তি আরো বাড়তে থাকে। সন্ধ্যার পর তা আরো বৃদ্ধি পায়। রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তার স্ট্রোক হয়েছে। 

আরো পড়ুন:

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমে বলেন, “তিনি ইস্কেমিক স্ট্রোক করেছেন। শরীরের বাঁ পাশ কিছু অবশ। সিটিস্ক্যান করানো হয়েছে, ফিজিওথেরাপিসহ প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা চলছে। আগামী দিনে তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে।” 

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘উত্তরের সুর’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটে শাহনেওয়াজ কাকলীর। মুক্তির পরই সিনেমাটি দেশ-বিদেশে প্রশংসা কুড়ায়। ভারতের গোয়া, কলকাতা ও থার্ড আই মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয় এটি। 

কেবল তাই নয়, কাকলী পরিচালিত ‘উত্তরের সুর’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সিনেমা, পার্শ্ব-অভিনেত্রী ও শিশুশিল্পী—এই তিন বিভাগে পুরস্কার লাভ করে। তার ‘নদীজন’ সিনেমা ২০১৫ সালে মুক্তি পায়। এটিও প্রশংসিত হয় এবং পুরস্কার জিতে নেয়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়