ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবার নির্বাচনি প্রচারে নেহা শর্মা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১০ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:০৬, ১০ নভেম্বর ২০২৫
বাবার নির্বাচনি প্রচারে নেহা শর্মা

বাবার সঙ্গে নির্বাচনি প্রচার করছেন নেহা শর্মা

বাবার নির্বাচনি প্রচারে অংশ নিয়ে আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী নেহা শর্মা। রবিবার (১০ নভেম্বর) বিহারের বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিন ছিল। এতে বাবা অজিত শর্মার সঙ্গে রোড শোয়ে অংশ নেন ‘ব্যাড নিউজ’খ্যাত এই অভিনেত্রী।  

নির্বাচনি প্রচারের বেশ কিছু ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। ছাদখোলা একটি গাড়িতে দাঁড়িয়ে রয়েছেন নেহা ও তার বাবা অজিত শর্মা। মানুষ এতটাই ভিড় জমিয়েছে যে, নেহাকে বহনকারী গাড়িটি কচ্ছপের গতিতে চলছে। নেহা ও তার বাবা উপস্থিত মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। 

আরো পড়ুন:

মিড ডে এক প্রতিবেদনে জানিয়েছে, বিধানসভা নির্বাচনে ভাগলপুর আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন অজিত শর্মা। ছাদখোলা জিপ নিয়ে রোডশোয়ে অংশ নেন নেহা শর্মা ও তার বাবা অজিত। এসময় কংগ্রেসের হাজার হাজার সমর্থক পতাকা উড়াতে থাকেন। ‘অজিত শর্মা জিন্দাবাদ’, ‘কংগ্রেস পার্টি জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। বিভিন্ন স্থানে মহিলা ও তরুণ–তরুণীরা নেহাকে ফুল ও মালা দিয়ে স্বাগত জানান।

বাবার জন্য ভোট চেয়ে নেহা শর্মা বলেন, “আমার বাবা ও আপনাদের নেতা শহরের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করেছেন। ভাগলপুরের আরো অগ্রগতি প্রাপ্য; অনুগ্রহ করে তাকে আবারো সমর্থন করুন।” 

দলীয় সমর্থকদের উদ্দেশে নেহা বলেন, “ভাগলপুরের মানুষ সবসময় আমার বাবাকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন। তিনি এই এলাকার সেবায় কোনো ঘাটতি রাখেননি। ভাগলপুরের কন্যা হিসেবে আমি আপনাদের কাছে আবেদন করছি, তাকে আবারো আশীর্বাদ দিন যাতে তিনি জয়ী হন।” 

রোড শোয়ে অংশ নেওয়ার আগে নেহা ও অজিত শর্মা বুধনাথ মন্দিরে পূজা দেন। তাদের শোভাযাত্রা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা—নয়া বাজার, সারাই, নার্গা চক, চম্পা নগর, মেদিনি নগর ও টাটারপুর পেরিয়ে রেলস্টেশনের কাছে গিয়ে শেষ হয়। 

অজিত শর্মা, টানা তৃতীয়বারের মতো পুনর্নির্বাচনের লড়াইয়ে নেমেছেন। তার বিপরীতে প্রার্থী হয়েছেন বিজেপির রোহিত পান্ডে। এর আগেও বাবার নির্বাচনি প্রচারে সক্রিয় ভূমিকা রেখেছেন নেহা শর্মা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়