ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফুটেজ প্রকাশ শুধু অনৈতিক নয়, অপেশাদার আচরণের চূড়ান্ত নিদর্শন: শাবনূর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:৩৫, ১৩ নভেম্বর ২০২৫
ফুটেজ প্রকাশ শুধু অনৈতিক নয়, অপেশাদার আচরণের চূড়ান্ত নিদর্শন: শাবনূর

শাবনূর

এক যুগের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে ছিমছাম জীবন কাটাচ্ছেন ঢালিউডের প্রিয় মুখ শাবনূর। মাঝে মাঝে স্বদেশে ফেরেন, আবার ফিরে যান নীরবতার শহর সিডনিতে। ২০২৩ সালেও ঠিক এমনভাবেই ফিরেছিলেন তিনি। ফিরে ঘোষণা দেন নতুন সিনেমার—নাম ‘রঙ্গনা’।  

আরাফাত হোসাইনের পরিচালনায় শুরু হয় শুটিং। পুরোনো দিনের জাদু ফিরে পাওয়ার আশায় এ যাত্রা শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ সব থমকে যায়। পারিবারিক প্রয়োজনে আবারো উড়াল দিতে হয় সিডনির পথে। 

আরো পড়ুন:

তবে সেই অসমাপ্ত স্বপ্নের গল্প এবার ভিন্ন কারণে খবরের শিরোনাম। ‘রঙ্গনা’ সিনেমার শুটিংয়ের ফুটেজ ইউটিউবে ঘুরছে! এ বিষয়ে পরিচালক জানেন না, নায়িকাও অবাক। 

বিস্ময় ও ব্যথিত কণ্ঠে শাবনূর বলেন, “এত বছর সিনেমায় কাজ করেছি, এত পরিচালক–প্রযোজকের সঙ্গে কাজ করেছি—কখনো এমন কিছু ঘটেনি! শিল্পীর অনুমতি ছাড়া অসমাপ্ত কাজের ফুটেজ প্রকাশ শুধু অনৈতিক নয়, অপেশাদার আচরণেরও চূড়ান্ত নিদর্শন। এটা শিল্পীর মর্যাদার প্রতি অবমাননা।” 

২০২৩ সালের শেষ দিকে ঢাকায় ফিরেই তিনি ঘোষণা দিয়েছিলেন একাধিক সিনেমার। তবে ঢাকা ক্লাবে ‘রঙ্গনা’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এর পরে পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে কয়েক দিন ধরে চলে শুটিং। এরপরের লটে ফিরবেন বলে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান শাবনূর। কিন্তু দ্বিতীয় লট শুরুই হয়নি—তার আগেই ইউটিউবে ফাঁস হয়েছে সিনেমাটির দৃশ্য। 

ঘটনা জানাজানি হতেই চলচ্চিত্রাঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে। কেউ বলছেন, “প্রযুক্তির যুগে তথ্য ফাঁসের নতুন রূপ।” কেউ বলছেন, “অবহেলা ও দায়িত্বহীনতার ফসল।” 

১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মধ্য দিয়ে যাত্রা শুরু করেন শাবনূর। তিন দশকের ক্যারিয়ারে দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। নায়ক সালমান শাহের সঙ্গে পর্দায় তৈরি করেছিলেন ইতিহাস। 

২০১৩ সালের পর ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান শাবনূর। এখন সিডনিতে আছেন একমাত্র সন্তান আইজান নেহানকে নিয়ে, নিজের পৃথিবীতে, নীরব ও প্রশান্ত জীবনে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়