ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরহাদ-নিশির নতুন গান ‘কি করলে তুই হবি আমার’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ১৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:৩৫, ১৩ নভেম্বর ২০২৫
ফরহাদ-নিশির নতুন গান ‘কি করলে তুই হবি আমার’

নতুন গান নিয়ে হাজির হলেন এ সময়ের গায়ক বাউল ফরহাদ ও নিশি শ্রাবণী। তাদের নতুন সৃষ্টি ‘কি করলে তুই হবি আমার’ প্রকাশের পরপরই ইউটিউবে সাড়া ফেলেছে এটি।  

গানটির কথা ও সুর করেছেন তাজুল মণ্ডল, আর সংগীত পরিচালনায় ছিলেন উসায়েদ আহমেদ প্রতীক। ভালোবাসা ও ব্যথার মিশেলে গড়া এই গানের সুর ও কথায় শ্রোতারা পেয়েছেন এক গভীর অনুভবের ছোঁয়া।

আরো পড়ুন:

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মডেল মিশু ও মিথি। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও অভিনয় গানটির আবেগকে বাড়িয়ে তুলেছে। 

ভিডিও ধারণ করা হয়েছে কক্সবাজারের মনোরম সব লোকেশনে, যা গানটির রোমান্টিক আবহের সঙ্গে সুন্দরভাবে মিলেছে। সাগরের ঢেউ, নীল আকাশ আর বালুকাবেলায় গড়া দৃশ্যগুলো দর্শকদের মনে এনে দিচ্ছে মিষ্টি ভালোবাসার অনুভব।  

সুরেলা তান, হৃদয়ছোঁয়া কথা ও মনোমুগ্ধকর চিত্রায়নের জন্য ইতোমধ্যেই গানটি সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কমেন্ট বক্সে চোখ রাখলে অন্তত তেমনটাই দেখা যায়।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়