ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বছরের সবচেয়ে জনপ্রিয় সাত ভারতীয় সিরিজ

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ২৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:৩৫, ২৬ ডিসেম্বর ২০২৫
বছরের সবচেয়ে জনপ্রিয় সাত ভারতীয় সিরিজ

সময়ের নতুন সংযোজন ওভার দ্য প্ল্যাটফর্ম বা ওটিটি। সময়ের সঙ্গে এ মাধ্যমের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারত-বাংলাদেশেও ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। চলতি বছরে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে ভারতীয় অনেক সিরিজ মুক্তি পেয়েছে। এসব সিরিজ থেকে জনপ্রিয় ১০টি সিরিজের তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বরের মধ্যে ভারতে মুক্তিপ্রাপ্ত সিরিজগুলো এ জরিপের অন্তর্ভুক্ত করা হয়। আইএমডিবির জরিপে সবচেয়ে জনপ্রিয় সাত ভারতীয় সিরিজ নিয়ে এই প্রতিবেদন—

দ্য বা***ডস অব বলিউড
বহিরাগত কিন্তু উচ্চাকাঙ্ক্ষী একজন বলিউডের ঝকঝকে ও জটিল জগতে কীভাবে পথ খুঁজে নেয় তা নিয়ে গড়ে উঠেছে ‘দ্য বা***ডস অব বলিউড’ সিরিজের কাহিনি। যেখানে রয়েছে আত্মসচেতন রসিকতাও। সব মিলিয়ে ভারতীয় সিনেমাকে ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় তুলে ধরা হয়েছে। হিন্দি ভাষার সিরিজটি পরিচালনা করেছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয়েছে আরিয়ানের। সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ববি দেওল, লক্ষ‍্য লালওয়ানি, সাহের বাম্বা, মোনা সিং, রাঘব জুয়াল প্রমুখ। চলতি বছরের ১৮ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজটি। মুক্তির পর বাংলাদেশের টপচার্টেও এটি শীর্ষে ছিল। আইএমডিবির জরিপে সবচেয়ে জনপ্রিয় সিরিজের তালিকায়ও শীর্ষে রয়েছে সিরিজটি।
 
ব্ল্যাক ওয়ারেন্ট
ক্রাইম-ড্রামা ঘরানার গল্প নিয়ে বিক্রমাদিত্য মোতওয়ানে ও সত্যাংশু সিং নির্মাণ করেন ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ সিরিজ। আইএমডিবির জরিপে সবচেয়ে জনপ্রিয় সিরিজের তালিকায় এর অবস্থান দ্বিতীয়। হিন্দি ভাষার সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন—জাহান কাপুর, রাহুল ভাট, পরমবীর সিং চিমা, অনুরাগ ঠাকুর। চলতি বছরের ১০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজটি।

আরো পড়ুন:

পাতাল লোক, সিজন টু
ক্রাইম-থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পাতাল লোক’ সিরিজের দ্বিতীয় সিজন। গল্পের অপ্রত্যাশিত নায়ক ইন্সপেক্টর হাতি রাম চৌধুরী। ঘটনাক্রমে একটি হাই-প্রোফাইল খুনের মামলা তদন্তভার তার কাছে আসে। এ মামলার তদন্ত করতে গিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় পৌঁছান, যেখানে সত্যের খোঁজে গিয়ে শক্তিশালী ফোর্সের বিরুদ্ধে লড়াই করেন। কেবল তাই নয় তাকে ব্যক্তিগত ট্র্যাজেডির মুখোমুখিও হতে হয়। সিরিজটি নির্মাণ করেছেন অবিনাশ অরুণ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—জয়দীপ আহলাওয়াত, ইশওয়াক সিং, তিলোত্তমা, গুল পানাগ, অনুরাগ আরোরা প্রমুখ। আইএমডিবির জরিপে সবচেয়ে জনপ্রিয় সিরিজের তালিকায় এর অবস্থান তৃতীয়। হরিয়ানা, হিন্দি ও ইংরেজি ভাষার সিরিজটি চলতি বছরের ১৭ জানুয়ারি ওটিট প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পায়। 

পঞ্চায়েত, সিজন চার
গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মাঝে প্রধান ও ভূষণের শিবির তাদের প্রভাব বজায় রাখতে প্রাণপণ লড়াই চালায়। অনিশ্চয়তার মাঝে পড়ে যায় অভিষেকসহ অনেকের ভবিষ্যৎ। সিরিজটি যৌথভাবে নির্মাণ করেন অক্ষত বিজয়বর্গীয় ও দীপক কুমার মিশ্রা। কমেডি-ড্রামা ঘরানার সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চণ্দন রায়, পঙ্কজ ঝা প্রমুখ। আইএমডিবির জরিপে সবচেয়ে জনপ্রিয় সিরিজের তালিকায় এর অবস্থান চতুর্থ। হিন্দি ভাষার সিরিজটি চলতি বছরের ২৪ জুন ওটিট প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পায়। 

মান্ডালা মার্ডার্স  
চারানদাসপুর অদ্ভুত ও রহস্যময় একটি শহর। এ শহরে ভাগ্য, পুরাণ আর হত্যাকাণ্ড—এক সুতায় গাঁথা। বেনারসের কাল্পনিক চারানদাসপুরে অদ্ভুত এক হত্যাকাণ্ডের মাধ্যমে ‘মান্ডালা মার্ডার্স’ সিরিজেরে গল্প শুরু হয়। লাশের কপালে এক অচেনা প্রতীক, পরে আরো কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গে যার মিল খুঁজে পাওয়া যায়। এই হত্যাগুলো আসলে ভয়ংকর একটি প্রক্রিয়ার অংশ। চূড়ান্ত লক্ষ্য থাকে ইয়াস্ত নামের পৌরাণিক এক দেবতাকে জাগ্রত করা, যা বিজ্ঞান, কালো জাদু ও ধর্মীয় উন্মাদনার মিশ্রণে পৃথিবীর শেষের সূচনা ঘটাতে পারে। শতাব্দী-প্রাচীন গোপন আচার-অনুষ্ঠানভিত্তিক খুনের ষড়যন্ত্র উন্মোচন করেন গোয়েন্দা রিয়া থমাস ও বিক্রম সিং। এই চরিত্রে অভিনয় করেছেন বাণী কাপুর ও বৈভব রাজ গুপ্ত। হিন্দি ভাষার সিরিজটি নির্মাণ করেছেন গোপী পুতরান। আইএমডিবির জরিপে সবচেয়ে জনপ্রিয় সিরিজের তালিকায় এর অবস্থান চতুর্থ। চলতি বছরের ২৫ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজটি।

খাওফ
গোয়ালিয়র থেকে দিল্লি যায় মধু নামে এক তরুণী। নতুন শহরের জরাজীর্ণ একটি হোস্টেলে জায়গা পায় সে। তার হোস্টেলের ঘরেই লুকিয়ে আছে ভয়াবহ সহিংস এক অতীত। ভূতুরে অতীতের তাড়নায়, তরুণীটি ঘরের চার দেয়ালের ভেতর-বাইরে অজানা ও ব্যাখ্যাতীত শক্তির সঙ্গে লড়াই করে। মধু চরিত্রটি রূপায়ন করেছেন মণিকা। হিন্দি ভাষার হরর-থ্রিলার ঘরানার সিরিজটি পরিচালনা করেছেন স্মিতা সিং। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—রজত কাপুর, গীতাঞ্জলি কুলকার্নি, শিল্পা শুক্লা, রিয়া শুক্লা প্রমুখ। চলতি বছরের ১৮ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় সিরিজটি। আইএমডিবির জরিপে সবচেয়ে জনপ্রিয় সিরিজের তালিকায় এর অবস্থান ৬ষ্ঠ। 

স্পেশাল অপস, সিজন টু
উইপিআই সিস্টেম, জাতীয় ডেটাবেস ও ডিজিটাল আইডেন্টিটির উপর চালানো ব্যাপক সাইবার আক্রমণ ঠেকাতে মাঠে নামে হিম্মত সিং ও তার এলিট টিম। হিম্মত সিং ‘র’ এর অফিসার। ডিজিটাল ইন্ডিয়া যখন সংকটের মুখে, তখন সময়ের বিরুদ্ধে দৌড়ে অদৃশ্য শত্রুদের পরাস্ত করাই তাদের একমাত্র লক্ষ্য। এমন গল্প নিয়ে গড়ে উঠেছে ‘স্পেশাল অপস’ সিরিজের দ্বিতীয় সিজন। নীরজা পান্ডে নির্মিত ওয়েব সিরিজের হিম্মত সিং চরিত্রে অভিনয় করেছেন কে কে মেনন। চলতি বছরের ১৮ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে মুক্তি পায় সিরিজটি। আইএমডিবির জরিপে সবচেয়ে জনপ্রিয় সিরিজের তালিকায় এর অবস্থান সপ্তম।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়