৯ ডিগ্রিতে নামল চুয়াডাঙ্গার তাপমাত্রা
চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
শীত উপেক্ষা করেই শুক্রবার ভোরে মুরগি বিক্রির জন্য বের হয়েছেন দুই ব্যবসায়ী
সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। এই জেলার ওপর দিয়ে বয়ে যেতে শুরু করেছে মৃদু শৈতপ্রবাহ। ঠান্ডা এবং হিমেল বাতাস এবং তার সঙ্গে কুয়াশা এ অঞ্চেলের মানুষের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত করছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার একই সময় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
কনকনে এই তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমুজুর ও ছিন্নমূল মানুষদের। পেটের তাগিদে শীতকে উপেক্ষা করে সকালে বাড়ি থেকে বের হতে হয়েছে তাদের কাজের সন্ধানে। তারা জানান, বৈরী আবহাওয়ায় লোকজন বাইরে বের হচ্ছে না। কেউ কাজে নিচ্ছে না এবং কাজ করাও কঠিন হচ্ছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরো কয়েকদিন থাকবে এবং তাপমাত্রা আরো কমে যেতে পারে।
এদিকে, হাসপাতালগুলোতে স্বাভাবিকের তুলনায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক মাহাবুবুর রহমান মিলন জানান, শীতজনিত রোটাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা একটু বেড়েছে। তিনি পরামর্শ দিয়েছেন, এ আবহাওয়ার সব বয়সের মানুষের উচিৎ হবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কেউ বেশি অসুস্থ হলে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা।
ঢাকা/মামুন/মাসুদ